কালভার ম্যাক্স এন্টারটেইনমেন্ট
(সনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়া থেকে পুনর্নির্দেশিত)
সনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়া হচ্ছে একটি ভারতীয় মিডিয়া কোম্পানি, যেটি সনি কর্পোরেশনের একটি সহায়ক সংস্থা।[১] প্রাথমিকভাবে, কর্পোরেশনটি কেবল টেলিভিশন সম্প্রচার ব্যবসা চালানোর জন্য গঠিত হয়েছিল; তবে পরবর্তীতে, এটি বৈচিত্র্যময় হয়ে উঠেছে। এই গ্রুপটিতে এসপিএন প্রোডাকসনস এবং এসপিএন বিতরণকে সহায়ক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রতিষ্ঠাকাল | অক্টোবর ১৯৯৫ |
---|---|
সদরদপ্তর | মুম্বই, মহারাষ্ট্র, ভারত |
প্রধান ব্যক্তি | এনপি সিং (সিইও) রোহিত গুপ্তা রাজেশ কৌল |
আয় | ₹ ১,০০০ কোটি (ইউএস$ ১২২.২৩ মিলিয়ন) (2010) |
মালিক | সনি |
কর্মীসংখ্যা | ২,০০০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
এই কোম্পানিটি সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন, সনি টেন, এএক্সএন এবং এর অন্যান্য নেটওয়ার্কগুলোর সাহায্যে ভারতে সনি-এর টেলিভিশন চ্যানেল বিভাগ পরিচালনা করে।
মালিকানাধীন চ্যানেলসমূহ
সম্পাদনাসম্প্রচারে চ্যানেলসমূহ
সম্পাদনাচ্যানেল | উদ্বোধন | ভাষা | বিষয়শ্রেণী | এসডি/এইচডি উপলব্ধতা | টীকাসমূহ |
---|---|---|---|---|---|
সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন | ১৯৯৫ | হিন্দি | সাধারণ বিনোদন | এসডি+এইচডি | |
সনি সাব | ১৯৯৯ | পূর্বে সাব টিভি | |||
সনি পল | ২০১৪ | এসডি | |||
সনি ম্যাক্স | ১৯৯৯ | চলচ্চিত্র | এসডি+এইচডি | ||
সনি ম্যাক্স ২ | ২০১৪ | এসডি | |||
সনি ওয়াহ | ২০১৬ | ||||
সনি টেন ৩ | ২০১০ | ক্রীড়া | এসডি+এইচডি | পূর্বে টেন ক্রিকেট | |
সনি পিক্স | ২০০৬ | ইংরেজি | চলচ্চিত্র | ||
সনি সিক্স | ২০১২ | ক্রীড়া | |||
সনি টেন ১ | ২০০২ | পূর্বে টেন স্পোর্টস | |||
সনি টেন ২ | ২০১০ | পূর্বে টেন অ্যাকশন | |||
সনি ইয়েই | ২০১৭ | হিন্দি, তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম, বাংলা, গুজরাটি, মারাঠি | শিশুতোষ | এসডি | অ্যানিম্যাক্সকে প্রতিস্থাপন করেছে |
সনি বিবিসি আর্থ | ২০১৭ | ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু | তথ্যবিনোদন | এসডি+এইচডি | বিবিসি স্টুডিওস এর সহ-মালিকানাধীন |
সনি টেন ৪ | ২০২১ | তামিল, তেলুগু | ক্রীড়া | ||
সনি আট | ২০০৯ | বাংলা | সাধারণ বিনোদন | এসডি | |
সনি মারাঠি | ২০১৮ | মারাঠি |
বিলুপ্ত চ্যানেলসমূহ
সম্পাদনাচ্যানেল | উদ্বোধন | বিলুপ্ত | ভাষা | বিষয়শ্রেণী | এসডি/এইচডি উপলব্ধতা | টীকাসমূহ |
---|---|---|---|---|---|---|
সনি মিক্স | ২০১১ | ২০২০ | হিন্দি | সঙ্গীত | এসডি | |
সনি রক্স এইচডি | ২০১৭ | ২০১৮ | এইচডি | |||
এএক্সএন | ১৯৯৯ | ২০২০ | ইংরেজি | সাধারণ বিনোদন | এসডি+এইচডি | |
সনি ল প্লেক্স এইচডি | ২০১৬ | ২০১৮ | চলচ্চিত্র | এইচডি | ||
অ্যানিম্যাক্স | ২০০৪ | ২০১৭ | শিশুতোষ | এসডি | সনি ইয়েই দ্বারা প্রতিস্থাপিত | |
সনি কিক্স | ইংরেজি, হিন্দি | ক্রীড়া | এসডি | সনি ইএসপিএন এ রূপান্তর | ||
সনি ইএসপিএন | ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, বাংলা, কন্নড়, মালয়ালম | এসডি+এইচডি | ইএসপিএন ইনকর্পোরেটেড এর সহ-মালিকানাধীন | |||
সনি টেন গলফ এইচডি | ইংরেজি, হিন্দি | এইচডি | পূর্বে টেন গলফ এইচডি |
ওটিটি প্ল্যাটফর্ম
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Overview"। Sony Pictures Networks India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৮।