সনি ওয়াহ

ভারতীয় টেলিভিশন চ্যানেল

সনি ওয়াহ সনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়ার মালিকানাধীন একটি ভারতীয় টেলিভিশন চ্যানেল। এটি দেশের ছোট ছোট শহর এবং গ্রামীণ এলাকাগুলির শ্রোতাদের প্রতি নজর রেখে অনুষ্ঠানমালা প্রচার করে থাকে। এটি হিন্দি চলচ্চিত্র ছাড়াও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র হিন্দি ভাষায় ডাবিং করে সম্প্রচার করে থাকে।[১]

সনি ওয়াহ
উদ্বোধন৮ মে ২০১৬
মালিকানাসনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়া
চিত্রের বিন্যাসএসডিটিভি
স্লোগানफिल्मों का मेला(হিন্দি) চলচ্চিত্রের মেলা (বাংলা
দেশভারত
প্রধান কার্যালয়মুম্বাই, ভারত
ভ্রাতৃপ্রতিম
চ্যানেল(সমূহ)
সনি টিভি, সনি ম্যাক্স, সনি ম্যাক্স ২, সনি আট, সনি মারাঠি, সনি সাব, সনি সিক্স, এএক্সএন, সনি লে প্লেক্স, সনি ইএসপিএন, সনি টেন ১, সনি টেন ২, সনি টেন ৩, সনি ইয়ে, সনি রক্স, সনি পাল
প্রাপ্তিস্থান
ক্যাবল
এশিয়ানেট ডিজিটালচ্যানেল ৫৭২
টাটা স্কাইচ্যানেল ৩৩৬
ভারতী এয়ারটেলচ্যানেল ২৪৯

তথ্যসূত্র সম্পাদনা