সত্যসাধন চক্রবর্তী

বাংলাদেশী রাজনীতিবিদ

সত্যসাধন চক্রবর্তী (১৯৩৩ – ১৬ জুন ২০১৮) ভারতের পশ্চিমবঙ্গের একজন শিক্ষায়তনিক ব্যক্তি, পাঠ্যপুস্তক লেখক ও রাজনীতিবিদ ছিলেন যিনি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) এর রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি লোকসভাপশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য ছিলেন। তিনি পশ্চিমবঙ্গ সরকারের একজন মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সত্যসাধন চক্রবর্তী
২০০৪ সালে সত্যসাধন চক্রবর্তী
লোকসভার সাংসদ
কাজের মেয়াদ
১৯৮০ – ১৯৮৪
পূর্বসূরীদিলীপ চক্রবর্তী
উত্তরসূরীভোলানাথ সেন
সংসদীয় এলাকাকলকাতা দক্ষিণ
পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা মন্ত্রী
কাজের মেয়াদ
১৯৯১ – ২০০৬
পশ্চিমবঙ্গ বিধানসভা
কাজের মেয়াদ
১৯৯১ – ২০০৬
পূর্বসূরীসুভাস বসু
উত্তরসূরীমলয় কুমার সামন্ত
সংসদীয় এলাকাচাকদহ
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৩৩
হরিণা, কুমিল্লা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত
মৃত্যু১৬ জুন ২০১৮ (বয়স ৮৫)
সল্টলেক, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
রাজনৈতিক দলভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
প্রাক্তন শিক্ষার্থীকলকাতা বিশ্ববিদ্যালয়

প্রারম্ভিক জীবন ও শিক্ষা সম্পাদনা

সত্যসাধন চক্রবর্তী ১৯৩৩ সালে কুমিল্লার হরিণাতে জন্মগ্রহণ করেন।[১] তিনি বঙ্গবাসী কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন।[২] পরবর্তীতে, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর শিক্ষা সম্পন্ন করেন।[৩]

কর্মজীবন সম্পাদনা

সত্যসাধন চক্রবর্তী বিদ্যাসাগর কলেজের অধ্যাপক ছিলেন।[২] তিনি নিমাই প্রামাণিকের সাথে ভারতের শাসনব্যবস্থা ও রাজনীতি শিরোনামের একটি গ্রন্থ রচনা করেছেন।[৩] বইটি স্নাতক পর্যায়ে পাঠ্যপুস্তক হিসেবে পঠিত হয়ে থেকে।[২] এছাড়া, তিনি পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও সর্বভারতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।[৪]

সত্যসাধন চক্রবর্তী ১৯৮০ সালে কলকাতা দক্ষিণ থেকে লোকসভার সদস্য হিসেবে নির্বাচিত হন।[৫] পরবর্তীতে, তিনি ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে চাকদহ থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য হিসেবে নির্বাচিত হন।[৬][৭][৮] তিনি ১৯৯১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।[৪]

ব্যক্তিগত জীবন সম্পাদনা

সত্যসাধন চক্রবর্তী ১৯৬১ সালে শুক্লা চক্রবর্তীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।[১] তাদের একটি কন্যা ছিল।

প্রয়াণ সম্পাদনা

সত্যসাধন চক্রবর্তী ২০১৮ সালের ১৬ জুন কলকাতার সল্টলেকে ৮৫ বছর বয়সে প্রয়াত হন।[৩][৯][১০]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Members Bioprofile"Lok Sabha। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২০ 
  2. "প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী সত্যসাধন চক্রবর্তী, শোকের ছায়া রাজনৈতিক মহলে"সংবাদ প্রতিদিন। ১৬ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২০ 
  3. "রাজ্যের প্রাক্তন উচ্চ শিক্ষামন্ত্রী সত্যসাধন চক্রবর্তীর জীবনাবসান"এই সময়। ১৬ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২০ 
  4. "Former Bengal minister Satya Sadhan Chakraborty dead"Business Standard। ১৬ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২০ 
  5. "General Elections, 1980 - Constituency Wise Detailed Results" (পিডিএফ)West Bengal। Election Commission of India। ১৮ জুলাই ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৪ 
  6. "General Elections, India, 1991, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ)Constituency-wise Data। Election Commission। ৪ এপ্রিল ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৪ 
  7. "General Elections, India, 1996, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ)Constituency-wise Data। Election Commission। ৭ আগস্ট ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৪ 
  8. "General Elections, India, 2001, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ)Constituency-wise Data। Election Commission। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৪ 
  9. "প্রয়াত প্রাক্তন উচ্চশিক্ষামন্ত্রী সত্যসাধন চক্রবর্তী"আনন্দবাজার পত্রিকা। ১৬ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২০ 
  10. "Former Bengal minister passes away"Outlook। ১৬ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২০