সত্যরাম মজুমদারের মঠ

বাংলাদেশের চাঁদপুর জেলার একটি প্রত্নস্থান।

সত্যরাম মজুমদারের মঠ (নাওড়া মঠ নামেও পরিচিত) বাংলাদেশের চাঁদপুর জেলার একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত প্রত্নতাত্ত্বিক স্থাপনা।[১]

সত্যরাম মজুমদারের মঠ
ধর্ম
অন্তর্ভুক্তিহিন্দুধর্ম
জেলাচাঁদপুর
অবস্থান
অবস্থানশাহরাস্তি
রাজ্যচট্টগ্রাম
দেশবাংলাদেশ
স্থাপত্য
সৃষ্টিকারীসত্যরাম মজুমদার/শৈলনাথ মজুমদার

অবস্থান সম্পাদনা

সত্যরাম মজুমদারের মঠ চাঁদপুর জেলা জেলার শাহরাস্তি উপজেলার নাওড়া গ্রামে অবস্থিত।

ইতিহাস সম্পাদনা

তিন শতাধিক বছরের পুরনো এই মঠ সাহাপুর রাজবাড়ির দেওয়ান সত্যরাম মজুমদার[২] ১৭৯১ সালে নির্মাণ করেন।[৩] তবে এর প্রতিষ্ঠাতাকে নিয়ে দ্বিমত রয়েছে। কারো কারো মতে এই মঠটির প্রতিষ্ঠাতা জমিদার শৈলনাথ মজুমদার, যিনি তার মায়ের সমাধির উপর স্মৃতিস্তম্ভ হিসেবে মঠটি তৈরি করেছিলেন।[৪]

বর্তমান অবস্থা সম্পাদনা

চাঁদপুর জেলা ব্র্যান্ডিংয়ের আওতায় বর্তমানে নাওড়া মঠকে নতুন আঙ্গিকে সাজানোর কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।বর্তমানে এর আশপাশ পরিষ্কার পরিচ্ছন করে নতুন আঙ্গিকে পুনঃনির্মাণ করা হচ্ছে।

তথ্যসূত্র সম্পাদনা