শ্রেয়া ঘোষাল গৃহীত পুরস্কার ও মনোনয়নের তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

শ্রেয়া ঘোষাল হলেন একজন ভারতীয় বাঙালি নেপথ্য সঙ্গীতশিল্পী। তিনি বলিউডের অসংখ্য চলচ্চিত্রে গান গেয়েছেন। হিন্দি ভাষা ছাড়াও তিনি বাংলা, নেপালি, তামিল, ভোজপুরি, তেলুগু, ওড়িয়া, গুজরাতি, মালয়ালম, মারাঠি, কন্নড়, পাঞ্জাবিঅসমীয়া ভাষায় গান গেয়েছেন এবং নিজেকে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শীর্ষস্থানীয় সঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

শ্রেয়া ঘোষাল গৃহীত পুরস্কার ও মনোনয়নের তালিকা
পুরস্কার জয় মনোনয়ন
জাতীয় চলচ্চিত্র পুরস্কার
প্র/ন
কেরল রাজ্য চলচ্চিত্র পুরস্কার
প্র/ন
তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার
প্র/ন
ফিল্মফেয়ার পুরস্কার
৭* ২৪
ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ
১০ ৪৪
ফিল্মফেয়ার পুরস্কার পূর্ব
ফিল্মফেয়ার পুরস্কার মারাঠি
আইফা পুরস্কার
২০
আইফা উৎসবম
মির্চি সঙ্গীত পুরস্কার
১১* ৩৮
মির্চি সঙ্গীত পুরস্কার দক্ষিণ
৭* ৩১
মির্চি সঙ্গীত পুরস্কার বাংলা
৬* ১৪
মির্চি সঙ্গীত পুরস্কার মারাঠি
১৩
আরএমআইএম পুরস্কার
১৩* ২৬
গিল্ড পুরস্কার
১৬
জিমা পুরস্কার
৩* ১৩
স্ক্রিন পুরস্কার
১৫
জি সিনে পুরস্কার
২০
* একাধিক বিভাগে পুরস্কার বিজয় নির্দেশ করে।
মোট
পুরস্কার জয় ১৬১
মনোনয়ন ৫০৯

ঘোষাল চারবার শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন,[১] গানগুলি হল হিন্দি ভাষার দেবদাস (২০০২)-এর "ব্যায়রি পিয়া",[২] পহেলি (২০০৫)-এর "ধীরে জলনা", জব উই মেট (২০০৭)-এর "ইয়ে ইশ্‌ক হায়ে" এবং যৌথভাবে বাংলা ভাষার অন্তহীন... (২০০৮)-এর "ফেরারি মন"[৩] ও মারাঠি ভাষার জোগওয়া (২০০৮)-এর "জিব রংলা"।[৪] তিনি ভারতের ইতিহাসে মাত্র ২৬ বছর বয়সে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া একমাত্র গায়িকা। তিনি সাতটি ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেছেন, তন্মধ্যে একটি নবীন সঙ্গীত প্রতিভা হিসেবে আর. ডি. বর্মণ পুরস্কার[৫] এবং ছয়টি শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে - দেবদাস (২০০২)-এর "ডোলা রে ডোলা",[৫] জিসম (২০০৩)-এর "জাদু হ্যায় নাশা হ্যায়",[৬] গুরু (২০০৭)-এর "বারসো রে",[৭] সিং ইজ কিং (২০০৮)-এর "তেরি ওর",[৮] বাজীরাও মস্তানী (২০১৫)-এর "দিওয়ানি মস্তানী", এবং পদ্মাবত (২০১৮)-এর "ঘুমর" গানের জন্য। এছাড়া তিনি শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে দশটি ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ অর্জন করেছেন।[৯] ঘোষাল একাধিক রাজ্য চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন, তন্মধ্যে রয়েছে চারটি কেরল রাজ্য চলচ্চিত্র পুরস্কার, ও দুটি তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Birthday special: Lesser known facts about the beautiful singer Shreya Ghoshal"। বলিউড লাইফ। ৯ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০২০ 
  2. "50th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০২০ 
  3. "National Film Awards: Priyanka gets best actress, 'Antaheen' awarded best film"দ্য টাইমস অব ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। ২৩ জানুয়ারি ২০১০। ২৭ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০২০ 
  4. "56th National Film Awards" (PDF)। চলচ্চিত্র উৎসব অধিপ্তর। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০২০ 
  5. "48th Filmfare Awards"রেডিফ.কম। ২২ ফেব্রুয়ারি ২০০৩। ১৫ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০২০ 
  6. "49th Filmfare Awards"দ্য টাইমস অব ইন্ডিয়া। ২১ ফেব্রুয়ারি ২০১৪। ১৫ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০২০ 
  7. "53rd Filmfare Awards"। গ্ল্যামশাম। ২৫ ফেব্রুয়ারি ২০০৮। ১৫ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০২০ 
  8. "54th Filmfare Awards"। গ্ল্যামশাম। ৩ মার্চ ২০০৯। ১৫ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০২০ 
  9. "Utmost pleasure' singing for cinema of South India: Shreya Ghoshal"হিন্দুস্তান টাইমস। ১০ নভেম্বর ২০১৬। ২২ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা