শ্রী প্রকাশ

ভারতীয় রাজনীতিবিদ

শ্রী প্রকাশ (৩ আগস্ট ১৮৯০ - ২৩ জুন ১৯৭১) ছিলেন ভারতীয় রাজনীতিবিদ, স্বাধীনতা সংগ্রামী এবং প্রশাসক। তিনি ১৯৪৭ থেকে ১৯৪৯ খ্রিস্টাব্দ পর্যন্ত পাকিস্তানে ভারতের প্রথম হাইকমিশনার এবং ১৯৪৯ থেকে ১৯৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত আসামের গভর্নর, ১৯৫২ থেকে ১৯৫৬ খ্রিস্টাব্দ পর্যন্ত মাদ্রাজের গভর্নর এবং ১৯৫৬ থেকে ১৯৬২ খ্রিস্টাব্দ পর্যন্ত বোম্বাইয়ের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৫৭ খ্রিস্টাব্দে পাবলিক অ্যাফেয়ার্সে অবদানের জন্য ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মবিভূষণ লাভ করেন।[১]

শ্রী প্রকাশ
১৯৯১ খ্রিস্টাব্দে ভারতীয় ডাক টিকিটে শ্রী প্রকাশ
চতুর্থ বোম্বাইয়ের রাজ্যপাল
১৯৬০ খ্রিস্টাব্দ হতে মহারাষ্ট্র
কাজের মেয়াদ
১০ ডিসেম্বর ১৯৫৬ – ১৬ এপ্রিল ১৯৬২
মুখ্যমন্ত্রীযশোবন্তরাও চ্যবন
পূর্বসূরীহরেকৃষ্ণ মহতাব
উত্তরসূরীপি. সুব্বারায়ণ
তৃতীয় তামিলনাড়ুর রাজ্যপাল
কাজের মেয়াদ
১২ মার্চ ১৯৫২ – ১০ ডিসেম্বর ১৯৫৬
মুখ্যমন্ত্রীপি. এস. কুমারস্বামী রাজা
সি. রাজাগোপালচারী
কুমার স্বামী কামরাজ নাদার
পূর্বসূরীকৃষ্ণ কুমারসিংহজী ভবসিংহজী
উত্তরসূরীএ. জ. জন
দ্বিতীয় [[আসামের রাজ্যপাল]]
কাজের মেয়াদ
১৬ ফেব্রুয়ারি ১৯৪৯ – ২৭ মে ১৯৫০
মুখ্যমন্ত্রীগোপীনাথ বরদলৈ
পূর্বসূরীRonald Francis Lodge (Acting)
উত্তরসূরীজয়রামদাস দৌলতরাম
প্রথম Indian High Commissioner to Pakistan
কাজের মেয়াদ
১৯৪৭ – ১৯৪৯
প্রধানমন্ত্রীজওহরলাল নেহরু
পূর্বসূরীOffice Established
উত্তরসূরীসীতা রাম
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৮৯০-০৮-০৩)৩ আগস্ট ১৮৯০
বারাণসী, সংযুক্ত প্রদেশ, ব্রিটিশ ভারত
মৃত্যু২৩ জুন ১৯৭১(1971-06-23) (বয়স ৮০)
প্রাক্তন শিক্ষার্থীসেন্ট্রাল হিন্দু বয়েজ স্কুল , কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
পুরস্কার পদ্মবিভূষণ (১৯৫৭)

জন্ম ও প্রারম্ভিক জীবন সম্পাদনা

শ্রী প্রকাশ ১৮৯০ খ্রিস্টাব্দের ৩ আগস্ট ব্রিটিশ ভারতের তৎকালীন উত্তর-পশ্চিম প্রদেশসমূহের অধুনা উত্তরপ্রদেশের বারাণসীতে। পিতা ছিলেন স্বাধীনতা সংগ্রামী, বিশিষ্ট দার্শনিক ও শিক্ষাবিদ ভারতরত্ন ভগবান দাস[২] শ্রীপ্রকাশ বারাণসীর কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল হিন্দু বয়েজ স্কুলে (সিএইচবিএস) স্কুলে পড়াশোনা করেন। উচ্চ শিক্ষার্থে ইংল্যান্ড যান এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের স্নাতক হন । [২][৩]

ভারতের স্বাধীনতা আন্দোলন সম্পাদনা

|[ভারত ছাড়ো আন্দোলন |ভারত ছাড়ো আন্দোলনে]] অংশগ্রহণ করায় গ্রেফতার হন এবং ১৯৪২ থেকে ১৯৪৪ খ্রিস্টাব্দ পর্যন্ত কারাবাস করেন।[৪]

পাকিস্তানে হাইকমিশনার সম্পাদনা

১৯৪৭ খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভের পর শ্রী প্রকাশ পাকিস্তানে ভারতের প্রথম হাইকমিশনার নিযুক্ত হন এবং ১৯৪৯ খ্রিস্টাব্দ পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন। এই সময়ে পাকিস্তান সাম্প্রদায়িক দাঙ্গার কবলে পড়ে এবং শ্রী প্রকাশকে ভারতে উদ্বাস্তুদের আগমন এবং ভারতীয়দের অনুদানের মোকাবিলা করতে হয়েছিল। অভিবাসীদের নাগরিকত্ব। কাশ্মীরে পাকিস্তানের আক্রমণের সময় শ্রী প্রকাশকে ভারতের কূটনৈতিক স্বার্থের প্রতিনিধিত্ব করতে হয়েছিল।

১৯৪৯ খ্রিস্টাব্দ হতে তিনি যথাক্রমে আসাম (১৯৪৯-৫০), তামিলনাড়ু (১৯৫২-৫৬) এবং মহারাষ্ট্রের (১৯৫৬- ৬২) রাজ্যপাল পদে আসীন ছিলেন।

১৯৭১ খ্রিস্টাব্দের ২৩ জুন আশি বৎসর বয়সে পরলোক গমন করেন।

মন্তব্য সম্পাদনা

  1. "Padma Awards - Interactive Dashboard"। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-০৫ 
  2. Siba Pada Sen (১৯৭৪)। Dictionary of national biography। Institute of Historical Studies। পৃষ্ঠা 259 
  3. Rajeshwar Dayal (১৯৯৮)। A life of our times। Orient Blackswan। পৃষ্ঠা 56। আইএসবিএন 978-81-250-1546-8 
  4. Y. D. Gundevia (১৯৮৫)। Outside the Archives। University of Nevada। পৃষ্ঠা 321। আইএসবিএন 978-0-86131-723-3