ভগবান দাস

ভারতীয় স্বাধীনতা সংগ্রামী, দার্শনিক ও শিক্ষাবিদ

ভগবান দাস (১২ জানুয়ারি ১৮৬৯ – ১৮ সেপ্টেম্বর ১৯৫৮) স্বাধীনতা সংগ্রামী, দার্শনিক ও শিক্ষাবিদ, মহাত্মা গান্ধী কাশী বিদ্যাপীঠের সহঃপ্ৰতিষ্ঠাপক। তিনি মদনমোহন মালব্য-এর সাথে কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় প্ৰতিষ্ঠার জন্যেও কাজ করেছিলেন।[১] তিনি কিছুদিন ব্ৰিটিশ ভারতের কেন্দ্রীয় বিধানসভার সদস্য ছিলেন; তারপর তিনি হিন্দুস্তানী সাংস্কৃতিক সমাজের সাথে জড়িত হয়েছিলেন এবং হিংসাত্মক ঘটনাকে প্ৰতিহত করতে প্ৰতিবাদ করেছিলেন। ১৯৫৫ সালে ভারত সরকার তাকে ভারতের সর্বোচ্চ সম্মান ভারত রত্ন প্ৰদান করেছিল।

ভগবান দাস
Bhagwan Das 1969 stamp of India.jpg
জন্ম(১৮৬৯-০১-১২)১২ জানুয়ারি ১৮৬৯
বেনারস, বেনারস রাজ্য
(বৰ্তমান বারাণসী, উত্তর প্রদেশ, ভারত)
মৃত্যু১৮ সেপ্টেম্বর ১৯৫৮(1958-09-18) (বয়স ৮৯)
সন্তানশ্রী প্রকাশ
পুরস্কারভারত রত্ন, ১৯৫৫

তথ্যসূত্রসম্পাদনা

  1. "About Us—Mahatma Gandhi Kashi Vidyapith Varanasi"। Mahatma Gandhi Kashi Vidyapith। ২৬ জুন ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৪ 
    • Masih, Niha (১ জানুয়ারি ২০১৫)। "Varanasi: The City of Bharat Ratnas"। NDTV। ৩ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৫ 

বহিঃসংযোগসম্পাদনা