শ্রীমঙ্গলেশ্বরী কালী মন্দির

শ্রীমঙ্গল জেলার প্রাচীন কালী মাতার মন্দির।

শ্রীমঙ্গলেশ্বরী কালী মন্দির বাংলাদেশের বিখ্যাত হিন্দু মন্দিরসমূহের মধ্যে অন্যতম। এই মন্দিরের প্রধান দেবতা হলেন শ্রীমঙ্গলেশ্বরী কালী মাতা ও মহাদেব। এটি বাংলাদেশের মৌলভীবাজার জেলার  শ্রীমঙ্গলে অবস্থিত একটি বিখ্যাত কালী মন্দির[১][২][৩]

শ্রীমঙ্গলেশ্বরী কালী মন্দির
ধর্ম
অন্তর্ভুক্তিহিন্দুধর্ম
জেলামৌলভীবাজার
অবস্থান
অবস্থানউপজেলাঃ শ্রীমঙ্গল
দেশবাংলাদেশ
স্থাপত্য
প্রতিষ্ঠার তারিখআনুমানিক ১৪০০ বঙ্গাব্দ

ইতিহাস সম্পাদনা

২০১২ সালে মন্দিরটি নির্মাণ কাজ শুরু হয়েছিল। মন্দিরটি উদ্বোধন করা হয় । মন্দিরের  প্লেন, ডিজাইন ও নির্মাণকাজ তদারকি করেন প্রকৌশলী নিশিত রঞ্জন দত্ত পুরকায়স্থ। তিনি জানান, ১৩০০ বর্গফুট জায়গার উপর এই মন্দির নির্মাণ করা হয়। মন্দিরের উচ্চতা ৪৮ ফুট। প্রবেশ এবং বের হওয়ার জন্য মন্দিরের চারদিকে পাঁচটি ফটক রয়েছে। মন্দিরটি নির্মাণও করা হয়েছে পাঁচটি স্তরে[৪]। রয়েছে ছোট বড় পাঁচটি চুড়া। কারুকাজে রয়েছে জবা ফুল, বেলপাতা ও স্বস্তিকা। কালি মাতাকে প্রদক্ষিণের জন্য মূল মন্দিরের ভেতরে রাখা হয়েছে ফাঁকা বারান্দা।

গুরুত্ব সম্পাদনা

আনন্দময়ী কালী হলো দেবী আদ্যাশক্তি মহামায়া রূপবিশেষ। বিশ্বাসমতে, তিনি খুবই জাগ্রত।[৫]

পূজা সম্পাদনা

শ্যামাপুজো এই মন্দিরের প্রধান উৎসব। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত্র ৮টা পর্যন্ত মন্দির খোলা থাকে। শ্যামাপুজো তিথিতে এই মন্দিরে হাজার হাজার ভক্তবৃন্দ এই মন্দিরে মঙ্গলেশ্বরী মাতা পূজা দিতে আসেন এই মন্দিরে। ভক্তরা এই মন্দিরে মানতও করেন।[৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Pratidin, Bangladesh (২০২১-০৫-২৩)। "দৃষ্টিনন্দন স্থাপত্যে শ্রীমঙ্গলেশ্বরী কালি মন্দির"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০২৩-১০-৩১ 
  2. প্রতিনিধি,মৌলভীবাজার, দোলন সরকার শ্রীমঙ্গল। "শ্রীমঙ্গলেশ্বরী কালী মন্দির সেজেছে স্বর্গীয় সৌন্দর্যে"doinikvoreralo.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১০-৩১ 
  3. সম্পাদক (২০২১-০৫-২৪)। "দৃষ্টিনন্দন শ্রীমঙ্গলেশ্বরী কালী মন্দিরে যেন রক্ত জবা ফুটেছে"করাঙ্গীনিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১০-৩১ 
  4. EyeNews.news। "সনাতনীদের কালী পূজা ও দীপাবলি আজ"EyeNews.news (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১০-৩১ 
  5. "পূজা মন্ডপ পরিদর্শনে র‍্যাব-৯ এর অধিনায়ক" (ইংরেজি ভাষায়)। ২০২৩-১০-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১০-৩১ 
  6. EyeNews.news। "শ্রীমঙ্গলে পূজা মন্ডপ পরিদর্শনে র‍্যাব-৯ এর অধিনায়ক"EyeNews.news (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১০-৩১