শেলি ডুভল

মার্কিন অভিনেত্রী

শেলি অ্যালেক্সিস ডুভল (ইংরেজি: Shelley Alexis Duvall; জন্ম: ৭ জুলাই ১৯৪৯)[১] হলেন একজন প্রাক্তন মার্কিন অভিনেত্রী, প্রযোজক, লেখিকা ও গায়িকা। তার দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। তিনি ১৯৭০-এর দশকে রবার্ট আল্টম্যানের ব্রিউস্টার ম্যাকক্লাউড (১৯৭০), ম্যাককেব অ্যান্ড মিসেস মিলার (১৯৭১), থিভস লাইক আস (১৯৭৪), ন্যাশভিল (১৯৭৫), ও থ্রি ওমেন (১৯৭৭) চলচ্চিত্রে অভিনয় করেন এবং শেষোক্ত চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে কান চলচ্চিত্র উৎসব পুরস্কার অর্জন করেন।

শেলি ডুভল
Shelley Duvall
১৯৭৭ সালে বার্নিস ববস হার হেয়ার-এ শেলি ডুভল
জন্ম
শেলি অ্যালেক্সিস ডুভল

(1949-07-07) ৭ জুলাই ১৯৪৯ (বয়স ৭৪)
শিক্ষাসাউথ টেক্সাস জুনিয়র কলেজ
পেশা
  • অভিনেত্রী
  • প্রযোজক
  • লেখিকা
  • গায়িকা
কর্মজীবন১৯৭০-২০০২
দাম্পত্য সঙ্গীবার্নার্ড স্যাম্পসন (বি. ১৯৭০; বিচ্ছেদ. ১৯৭৪)
সঙ্গীপল সিমন (১৯৭৬–১৯৭৮)

১৯৭৭ সালে তিনি অ্যানি হল ছবিতে পার্শ্ব ভূমিকায় অভিনয় করেন এবং পরবর্তীতে পপাই (১৯৮০) ও দ্য শাইনিং (১৯৮০) ছবিতে কেন্দ্রীয় চরিত্রে কাজ করেন। এছাড়া তাকে টাইম ব্যান্ডিটস (১৯৮১), ফ্রাংকেনউইনি (১৯৮৪) ও দ্য পোট্রেট অব আ লেডি (১৯৯৬) ছবিতে দেখা যায়। তিনি তার নিজের প্রযোজিত ফেয়ারি টেল থিয়েটার ধারাবাহিকের জন্য প্রাইমটাইম এমি পুরস্কারে মনোনীত হন। ডুভলের সর্বশেষ কাজ ছিল ম্যানা ফ্রম হেভেন (২০০২)।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

শেলি অ্যালেক্সিস ডুভল ১৯৪৯ সালের ৭ই জুলাই[২] টেক্সাসের ফোর্ট ওয়ার্থে জন্মগ্রহণ করেন।[৩][৪] তার মাতা ববি রুথ ক্রফোর্ড (বিবাহপূর্ব ম্যাসেঙ্গেল, ১৯২৯-২০২০) ছিলেন আবাসন ব্যবসায়ের প্রতিনিধি, এবং পিতা রবার্ট রিচার্ডসন "ববি" ডুভল (১৯১৯-১৯৯৪) ছিলেন আইনজীবনী (অভিনেতা রবার্ট ডুভল নন, তার সাথে শেলির কোন সম্পর্ক নেই)।[৪][৫] শেলি তার পিতামাতার জ্যেষ্ঠ সন্তান, তার তিন ছোট ভাই রয়েছে, তারা হলেন স্কট, শেন, ও স্টুয়ার্ট।[৬] ডুভল তার পিতার কাজের জন্য তার জীবনের প্রথম বছর টেক্সাসের বিভিন্ন স্থানে কাটান। তার যখন পাঁচ বছর বয়স, তখন তারা হিউস্টনে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Shelley Duvall"বায়োগ্রাফি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৮ 
  2. টেইলর, ক্লার্ক (নভেম্বর ৬, ১৯৭৭)। "How Did Shelley Duvall Become a Star?"বোকা র‍্যাটন নিউজ। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২০ 
  3. কোলাসেলো, বব; ওয়ারল, অ্যান্ডি (নভেম্বর ৩০, ২০১৬) [১৯৮১]। "Shelley Duvall Before 'The Shining'"ইন্টারভিউ। আগস্ট ১৪, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  4. কর্ট, মিশেল (ডিসেম্বর ১৫, ১৯৯১)। "Shelley Duvall Grows Up: There's a Lot of the Kid Left in the Tenacious Producer Who Put Cable on the Map and Breathed New Life into Children's TV"লস অ্যাঞ্জেলেস টাইমস। লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২০ 
  5. ক্লেইনার, ডিক (জুলাই ১২, ১৯৯২)। "Ask Dick"সান্তা মারিয়া টাইমস। Santa Maria, California। পৃষ্ঠা C2 – নিউজপেপারস.কম-এর মাধ্যমে। 
  6. ক্লেমসরুড, জুডি (মার্চ ২৩, ১৯৭৭)। "Shelley Duvall, An Unlikely Star" (পিডিএফ)দ্য নিউ ইয়র্ক টাইমস। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা