শেখ রাসেল ক্রীড়া চক্র
ফুটবল ক্লাব
(শেখ রাসেল কেসি থেকে পুনর্নির্দেশিত)
শেখ রাসেল ক্রীড়া চক্র বাংলাদেশের একটি ফুটবল ক্লাব। দলটি বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলে থাকে। ২০১২ সালে দলটি ফেডারেশন কাপ জয় করে যা ছিল দলটির প্রথম কোন বড় শিরোপা জয়। ২০১২-১৩ মৌসুমে দলটি বাংলাদেশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়।
পূর্ণ নাম | শেখ রাসেল ক্রীড়া চক্র, ঢাকা |
---|---|
প্রতিষ্ঠিত | ১৯৯৫ |
মাঠ | বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ঢাকা |
ধারণক্ষমতা | ৩৬,০০০ |
ম্যানেজার | মারুফুল হক |
লিগ | বাংলাদেশ প্রিমিয়ার লিগ |
২০২২-২৩ | চলমান |
ইতিহাস
সম্পাদনাবঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের স্মৃতিকে জাগরূক রাখার জন্যই এই ক্লাব প্রতিষ্ঠা করা হয়। ১৯৯৫ সালে পাইওনিয়ার ফুটবল লিগে খেলার মাধ্যমে যাত্রা শুরু করে ক্লাবটি।[১]
বর্তমান খেলোয়াড়
সম্পাদনা২০২২-২৩ মৌসুমের জন্য শেখ রাসেল ক্রীড়া চক্রের খেলোয়াড়।
- ৭ ডিসেম্বর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
টীকা: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফার যোগ্যতার নিয়মের অধীনে নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।
|
|
অর্জন
সম্পাদনা- চ্যাম্পিয়ন - ২০১২
- চ্যাম্পিয়ন - ২০১২
- রানার আপ - ২০১১
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ রাসেলের উৎসব[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ], কালের কণ্ঠ
- ↑ "চ্যাম্পিয়ন ট্রফি পেল বসুন্ধরা কিংস"। Jugantor। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-০৫।
- ↑ "B. Kings held by Ctg. Abahoni in last game of the season"। BFF (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৮-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-০৫।
ফুটবল ক্লাব বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |