মোহাম্মদ ইব্রাহিম (ফুটবলার)
মোহাম্মদ ইব্রাহিম (জন্ম: ১৬ অক্টোবর ১৯৯৭) হলেন একজন বাংলাদেশী পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে বাংলাদেশের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব শেখ রাসেল এবং বাংলাদেশ জাতীয় দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত একজন আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
জন্ম | ৭ আগস্ট ১৯৯৭ | ||
জন্ম স্থান | কক্সবাজার, বাংলাদেশ | ||
উচ্চতা | ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | শেখ রাসেল | ||
জার্সি নম্বর | ১৯ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৬ | শেখ রাসেল | ||
২০১৭ | ঢাকা আবাহনী | ০ | (০) |
২০১৭–২০১৮ | সাইফ | ১৪ | (২) |
২০১৯–২০২২ | বসুন্ধরা কিংস | ৬৪ | (৬) |
২০২২– | শেখ রাসেল | ০ | (০) |
জাতীয় দল‡ | |||
২০১৮– | বাংলাদেশ | ৩৩ | (৪) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৮:৪৫, ২০ ডিসেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৬:১৭, ৯ আগস্ট ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
২০১৬–১৭ মৌসুমে, বাংলাদেশী ক্লাব শেখ রাসেলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন, যেখানে তিনি মাত্র ১ মৌসুম অতিবাহিত করেছেন। অতঃপর ২০১৭–১৮ মৌসুমে তিনি ঢাকা আবাহনীতে যোগদান করেছেন, তবে ঢাকা আবাহনীর হয়ে একটি ম্যাচেও অংশগ্রহণ না করে তিনি একই মৌসুমে সাইফে যোগদান করেছেন। ২০১৮–১৯ মৌসুমে, তিনি সাইফ হতে বসুন্ধরা কিংসে যোগদান করেছেন, যেখানে তিনি ১৪ ম্যাচে ২টি গোল করেছেন। ২০২২–২৩ মৌসুমে, তিনি বসুন্ধরা কিংস হতে বাংলাদেশী ক্লাব শেখ রাসেলে যোগদান করেছেন।
২০১৮ সালে, ইব্রাহিম বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; বাংলাদেশের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৩৩ ম্যাচে ৪টি গোল করেছেন। দলগতভাবে, ইব্রাহিম এপর্যন্ত ৩টি শিরোপা জয়লাভ করেছেন, যার সবগুলো বসুন্ধরা কিংসের হয়ে জয়লাভ করেছেন।
প্রারম্ভিক জীবন
সম্পাদনামোহাম্মদ ইব্রাহিম ১৯৯৭ সালের ১৬ই অক্টোবর তারিখে বাংলাদেশের কক্সবাজারে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
সম্পাদনা২০১৮ সালের ১লা অক্টোবর তারিখে, মাত্র ২০ বছর ১১ মাস ১৬ দিন বয়সে, বাম পায়ে ফুটবল খেলায় পারদর্শী ইব্রাহিম লাওসের বিরুদ্ধে এক প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের হয়ে অভিষেক করেছেন। উক্ত ম্যাচের ৮১তম মিনিটে আক্রমণভাগের খেলোয়াড় মাহবুবুর রহমান সুফিলের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেন। ম্যাচটি বাংলাদেশ ১–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[১] বাংলাদেশের হয়ে অভিষেকের বছরে ইব্রাহিম সর্বমোট ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেকের ১ বছর ৩ মাস ১৯ দিন পর, বাংলাদেশের জার্সি গায়ে প্রথম গোলটি করেন; ২০২০ সালের ১৯শে জানুয়ারি তারিখে, শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের সর্বশেষ গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেন।
পরিসংখ্যান
সম্পাদনাআন্তর্জাতিক
সম্পাদনা- ৯ আগস্ট ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
বাংলাদেশ | ২০১৮ | ২ | ০ |
২০১৯ | ৮ | ০ | |
২০২০ | ৬ | ১ | |
২০২১ | ১১ | ১ | |
২০২২ | ৬ | ২ | |
সর্বমোট | ৩৩ | ৪ |
আন্তর্জাতিক গোল
সম্পাদনাগোল | তারিখ | মাঠ | প্রতিপক্ষ | স্কোর | ফলাফল | প্রতিযোগিতা | সূত্র |
---|---|---|---|---|---|---|---|
১ | ১৯ জানুয়ারি ২০২০ | বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা, বাংলাদেশ | শ্রীলঙ্কা | ৩–০ | ৩–০ | প্রীতি ম্যাচ | [২] |
২ | ১০ নভেম্বর ২০২১ | কলম্বো রেসকোর্স, কলম্বো, শ্রীলঙ্কা | সেশেলস | ১–০ | ১–১ | [৩][৪] | |
৩ | ১১ জুন ২০২২ | বুকিত জলিল স্টেডিয়াম, কুয়ালালামপুর, মালয়েশিয়া | তুর্কমেনিস্তান | ১–১ | ১–২ | ২০২৩ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্ব | [৫][৬][৭] |
৪ | ১৪ জুন ২০২২ | বুকিত জলিল স্টেডিয়াম, কুয়ালালামপুর, মালয়েশিয়া | মালয়েশিয়া | ১–১ | ১–৪ | [৮][৯][১০] |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "International friendlies • Regular"। ইউরোস্পোর্ট (ইংরেজি ভাষায়)। ১ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২১।
- ↑ "Bangladesh vs. Sri Lanka"। ন্যাশনাল-ফুটবল-টিমস (ইংরেজি ভাষায়)। ১৯ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২১।
- ↑ Strack-Zimmermann, Benjamin (১০ নভেম্বর ২০২১)। "Bangladesh vs. Seychelles"। National Football Teams। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২২।
- ↑ "Bangladesh - Seychelles 1:1 (Friendlies 2021, November)"। worldfootball.net। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২২।
- ↑ "Bangladesh - Turkmenistan"। www.the-afc.com। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২২।
- ↑ "Bangladesh vs. Turkmenistan - 11 June 2022 - Soccerway"। int.soccerway.com। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২২।
- ↑ "Bangladesh - Turkmenistan 1:2 (Asian Cup Qual. 2023, 3rd Round Group E)"। worldfootball.net। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২২।
- ↑ "Malaysia - Bangladesh"। www.the-afc.com। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২২।
- ↑ "Malaysia vs. Bangladesh - 14 June 2022 - Soccerway"। int.soccerway.com। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২২।
- ↑ "Malaysia - Bangladesh 4:1 (Asian Cup Qual. 2023, 3rd Round Group E)"। worldfootball.net। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২২।
বহিঃসংযোগ
সম্পাদনা- সকারওয়েতে মোহাম্মদ ইব্রাহিম (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে মোহাম্মদ ইব্রাহিম (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে মোহাম্মদ ইব্রাহিম (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে মোহাম্মদ ইব্রাহিম (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে মোহাম্মদ ইব্রাহিম (ইংরেজি)