শু মোগি

জাপানি ফুটবলার

শু মোগি (জাপানি: 茂木 秀, ইংরেজি: Shu Mogi; জন্ম: ১৫ জানুয়ারি ১৯৯৯) হলেন একজন জাপানি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জাপানের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর জে১ লিগের ক্লাব ইমাবারিতে হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।[১][২]

শু মোগি
ব্যক্তিগত তথ্য
জন্ম (1999-01-15) ১৫ জানুয়ারি ১৯৯৯ (বয়স ২৫)
জন্ম স্থান কানাগাওয়া প্রশাসনিক অঞ্চল, জাপান
উচ্চতা ১.৯৫ মিটার (৬ ফুট ৫ ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
ইমাবারি
জার্সি নম্বর ৪৫
যুব পর্যায়
২০১৪–২০১৬ তোকোগাকুয়েনচুগাকো হাই স্কুল
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৭– সেরেসো ওসাকা (০)
২০১৭–সেরেসো ওসাকা অনূর্ধ্ব-২৩ (ধার) ৫৩ (০)
২০২১মাচিদা জেলভিয়া (ধার) (০)
২০২২মিতো হলিহক (ধার) (০)
২০২২–ইমাবারি (ধার) ১২ (০)
জাতীয় দল
২০১৯ জাপান অনূর্ধ্ব-২০ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০০:১৭, ২৩ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০০:১৭, ২৩ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১৯ সালে, মোগি জাপান অনূর্ধ্ব-২০ দলের হয়ে জাপানের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

শু মোগি ১৯৯৯ সালের ১৫ই জানুয়ারি তারিখে জাপানের কানাগাওয়া প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

সম্পাদনা

মোগি জাপান অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলার মাধ্যমে জাপানের প্রতিনিধিত্ব করেছেন। জাপানের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ১ বছরে ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "選手・スタッフ – セレッソ大阪オフィシャルウェブサイト" [খেলোয়াড় / কর্মকর্তা – সেরেসো ওসাকা]। cerezo.jp (জাপানি ভাষায়)। ওসাকা, জাপান: সেরেসো ওসাকা। ৭ মে ২০২২। ৭ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মে ২০২২ 
  2. "Cerezo Osaka – J.LEAGUE" [সেরেসো ওসাকা – জে. লিগ]। jleague.co (ইংরেজি ভাষায়)। জাপান: জে লিগ। ৭ মে ২০২২। ৭ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মে ২০২২ 

বহিঃসংযোগ

সম্পাদনা