সেরেসো ওসাকা (ইংরেজি: Cerezo Osaka, জাপানি: セレッソ大阪) হচ্ছে ওসাকা ভিত্তিক একটি জাপানি পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে জাপানের শীর্ষ স্তরের ফুটবল লিগ জে১ লিগে প্রতিযোগিতা করে। এই ক্লাবটি ১৯৫৭ সালে ইয়ানমার ডিজেল স্পোর্টস ক্লাব নামে প্রতিষ্ঠিত হয়েছে। সেরেসো ওসাকা তাদের সকল হোম ম্যাচ ওসাকার ইয়ানমার স্টেডিয়াম নাগাইে আয়োজন করে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৪৭,৮৫৩। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন জাপানি সাবেক ফুটবল খেলোয়াড় লেভির কুলপি[] এবং সভাপতির দায়িত্ব পালন করছেন হিরোয়াকি মোরিশিমা। জাপানি মধ্যমাঠের খেলোয়াড় হিরোশি কিয়োতাকে এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[][]

সেরেসো ওসাকা
পূর্ণ নামসেরেসো ওসাকা
ডাকনামসাকুরা
প্রতিষ্ঠিত১৯৫৭; ৬৭ বছর আগে (1957)
(ইয়ানমার ডিজেল স্পোর্টস ক্লাব হিসেবে)
মাঠইয়ানমার স্টেডিয়াম নাগাই[]
ধারণক্ষমতা৪৭,৮৫৩
মালিকইয়ানমার[]
সভাপতিজাপান হিরোয়াকি মোরিশিমা
ম্যানেজারব্রাজিল লেভির কুলপি[]
লিগজে১ লিগ
২০১৯–২০৪র্থ
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, সেরেসো ওসাকা এপর্যন্ত ১৪টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৪টি জাপান সকার লিগ, ১টি জাপান ফুটবল লিগ এবং ১টি জাপানি সুপার কাপ শিরোপা রয়েছে। জুন-হিউন কিম, ইয়ুসুকে মারুহাশি, হিরোয়াকি মোরিশিমা, আকিনোরি নিশিজাওয়া এবং ইয়োইচিরো কাকিতানির মতো খেলোয়াড়গণ সেরেসো ওসাকার জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "STADIUMS"Cerezo OSAKA। ১৯ মে ২০১৭। সংগ্রহের তারিখ ১০ মে ২০২১ 
  2. "Cerezo Osaka|Sports|About YANMAR|YANMAR"YANMAR। সংগ্রহের তারিখ ১০ মে ২০২১ 
  3. "Players and Staff"Cerezo OSAKA। ১৯ মে ২০১৭। সংগ্রহের তারিখ ১০ মে ২০২১ 
  4. "Football: Cerezo Osaka reappoint Brazilian manager Levir Culpi"Kyodo News+। ২০ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১০ মে ২০২১ 
  5. "সেরেসো ওসাকা"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৮ মে ২০২১ 
  6. "Players and Staff"Cerezo OSAKA। ১৯ মে ২০১৭। সংগ্রহের তারিখ ১০ মে ২০২১ 

বহিঃসংযোগ

সম্পাদনা