লেভিন ওজতুনালি

জার্মান ফুটবল খেলোয়াড়

লেভিন মেটে ওজতুনালি (তুর্কি: Levin Öztunalı; জন্ম: ১৫ মার্চ ১৯৯৬; লেভিন ওজতুনালি নামে সুপরিচিত) হলেন একজন জার্মান পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জার্মানির পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বুন্দেসলিগার ক্লাব ইউনিয়ন বার্লিনের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২][৩] তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় অথবা ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

লেভিন ওজতুনালি
২০১৬ সালে জার্মানি অনূর্ধ্ব-২১ দলের হয়ে ওজতুনালি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম লেভিন মেটে ওজতুনালি
জন্ম (1996-03-15) ১৫ মার্চ ১৯৯৬ (বয়স ২৮)
জন্ম স্থান হামবুর্গ, জার্মানি
উচ্চতা ১.৮৪ মিটার (৬ ফুট  ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ইউনিয়ন বার্লিন
জার্সি নম্বর
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪:২২, ১ মে ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১০ সালে, ওজতুনালি জার্মানি অনূর্ধ্ব-১৫ দলের হয়ে জার্মানির বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

লেভিন মেটে ওজতুনালি ১৯৯৬ সালের ১৫ই মার্চ তারিখে জার্মানির হামবুর্গে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল সম্পাদনা

ওজতুনালি জার্মানি অনূর্ধ্ব-১৫, জার্মানি অনূর্ধ্ব-১৬, জার্মানি অনূর্ধ্ব-১৭, জার্মানি অনূর্ধ্ব-১৯, জার্মানি অনূর্ধ্ব-২০ এবং জার্মানি অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে জার্মানির প্রতিনিধিত্ব করেছেন। জার্মানির বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ১০ বছরে ৭৫ ম্যাচে অংশগ্রহণ করে ১২টি গোল এবং দুইটি শিরোপা জয়লাভ করেছেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Kader – 1. FC Union Berlin" [দল – ১. ফুটবল ক্লাব ইউনিয়ন বার্লিন]। fc-union-berlin.de (জার্মান ভাষায়)। বার্লিন: ১. ফুটবল ক্লাব ইউনিয়ন বার্লিন। ২২ এপ্রিল ২০২৩। ২২ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২৩ 
  2. "1. FC Union Berlin – Bundesliga" [১. ফুটবল ক্লাব ইউনিয়ন বার্লিন – বুন্দেসলিগা]। bundesliga.com (ইংরেজি ভাষায়)। বুন্দেসলিগা। ২২ এপ্রিল ২০২৩। ২২ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২৩ 
  3. "1. FC Union Berlin – Kader – Bundesliga 2022/23 – kicker" [১. ফুটবল ক্লাব ইউনিয়ন বার্লিন – দল – বুন্দেসলিগা ২০২২/২৩ – কিকার]। kicker.de (জার্মান ভাষায়)। নুরেমবার্গ: কিকার। ২২ এপ্রিল ২০২৩। ২২ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২৩ 

বহিঃসংযোগ সম্পাদনা