শুয়ালকুচি
শুয়ালকুচি (ইংরেজি: Sualkuchi; অসমীয়া: শুৱালকুচি) অসমের কামরূপ জেলার অন্তর্গত একটি নগর। এইটি অসমের রাজধানী গুয়াহাটি থেকে ৩৫ কি:মি: দূরত্বে ব্রহ্মপুত্রের উত্তরপারে অবস্থিত। শুয়ালকুচিতে অসংখ্য হস্তশিল্পের কাপড়ের উদ্যোগ থাকার জন্য ইহাকে ম্যানচেস্টার অফ আসাম বলা হয়।[১] এই অঞ্চলটির আয়তন প্রায় ৯০ বর্গকিলোমিটার।
শুয়ালকুচি Sualkuchi শুৱালকুছি Soalkuchi | |
---|---|
নগর | |
ডাকনাম: অসমের ম্যানচেষ্টার | |
Location in Assam, India | |
স্থানাঙ্ক: ২৬°১০′ উত্তর ৯১°৩৪′ পূর্ব / ২৬.১৭° উত্তর ৯১.৫৭° পূর্ব | |
দেশ | ভারত |
প্রদেশ | অসম |
জেলা | কামরূপ |
উচ্চতা | ৩৫ মিটার (১১৫ ফুট) |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ১৪,১২৯ |
Languages | |
• Official | Assamese |
সময় অঞ্চল | IST (ইউটিসি+5:30) |
ওয়েবসাইট | www |
শুয়ালকুচির রেশম শিল্প
সম্পাদনাশুয়ালকুচি অসমের প্রধান রেশম কেন্দ্র। এখানে নির্মিত এরি,মুগা ও পাটের কাপড় বিশ্ববিখ্যাত। এইসব কাপড় দ্বারা নির্মিত গামছা ও মেখেলা চাদর অসম ছাড়াও অন্যান্য স্থানে যথেষ্ট চাহিদা রয়েছে।[১] ১১শ শতিকায় পাল রাজবংশের রাজা ধর্মপাল ২৬টি তাঁতী পরিবারকে তাঁতীকুচি থেকে শুয়ালকুচিতে নিয়ে এসেছিলেন। ১৭শ শতিকায় মুঘলদের পরাস্ত করে শানেরা শুয়ালকুচি দখল করে তখন থেকেই এই অঞ্চলে তাঁতের শিল্প গঢ়ে উঠে। ১৯৩০ সন পর্যন্ত কেবল তাঁতি জাতীর মধ্যে সীমাবদ্ধ থাকা এই শিল্প ক্রমানয়ে অন্যান্য জাতীর লোকেরাও গ্রহণ করতে থাকে। [১]
ভৌগোলিক তথ্য
সম্পাদনাশুয়ালকুচির স্থানাংক হচ্ছে ২৬°১০′ উত্তর ৯১°৩৪′ পূর্ব / ২৬.১৭° উত্তর ৯১.৫৭° পূর্ব।[২]। স্থানটির উচ্চতা ৩৫মিটার।৩৫ মি (১১৫ ফু)
জনসংখ্যা
সম্পাদনা২০১১ সনের জনগননা অনুযায়ী শুয়ালকুচির জনসংখ্যা হচ্ছে ১৪,১২৯ জন।[৩] পুরুষ ও মহিলা উভয়ের হার ৫০%।
পুরুষের সাক্ষরতার হার ৮৮% ও মহিলার সাক্ষরতার হার ৭৬%।
বনাঞ্চল
সম্পাদনাশুয়ালকুচির নিকটে শুয়ালকুচি বনাঞ্চল অবস্থিত। এখানে সজারু, খরগোস, প্যারা হরিণ, বানর এবং স্থানীয় ও পরিভ্রমী পাখি দেখা যায়।[৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "Sualkuchi"। Assaminfo.com। সংগ্রহের তারিখ অক্টোবর ১৭, ২০১২।
- ↑ Falling Rain Genomics, Inc - Sualkuchi
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)"। Census Commission of India। ২০০৪-০৬-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১১-০১।
- ↑ "Incredible India- Sualkuchi"। Govt. of India। সেপ্টেম্বর ১৭, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ১৭, ২০১২।