শাহ নিয়ামতউল্লাহ

শাহ নিয়ামতউল্লাহ প্রাক মুঘল যুগের একজন ওলি ছিলেন।[১]

শাহ নিয়ামতউল্লাহ
ব্যক্তিগত তথ্য
সমাধিস্থলঢাকা, বাংলাদেশ
ধর্মইসলাম

জীবনী সম্পাদনা

এটা বলা হয়ে থাকে যে, শাহ নিয়ামতউল্লাহ বাগদাদের রাজপুত্র ছিলেন। এটা আরো বলা হয়ে থাকে যে, তিনি তার বিলাসী জীবনযাপন ত্যাগ করে ভারতবর্ষে এসে ইসলাম প্রচার শুরু করেছিলেন।[১] পরবর্তীতে, তিনি বঙ্গে আসেন। তিনি ঢাকায় তার খানকাহ স্থাপন করেছিলেন।[১] তিনি বহু মানুষকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করেছিলেন। ঢাকার দিলকুশায় তার মাজার অবস্থিত।[২][৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. মোশারফ হোসেন ভূঁইয়া (২০১২)। "শাহ নিয়ামতউল্লাহ ১"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  2. "An Architect's Dhaka"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৪ জানুয়ারি ২০০৯। ২২ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৯ 
  3. "শাহ জালাল দাখিনীর নাম বদলে দিলকুশা জামে মসজিদ"প্রথম আলো। ২১ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৯