দিলকুশা, ঢাকা
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত।(এপ্রিল ২০২০) |
দিলকুশা বাংলাদেশ এর রাজধানী ঢাকায় অবস্থিত একটি বাণিজ্যিক কেন্দ্র। এটি মতিঝিল থানার মধ্যে অবস্থিত। উনবিংশ এবং বিংশ শতাব্দীর শুরুতে এটি ঢাকা নবাব পরিবারের একটি বাগান ছিল। এতে অবস্থিত প্রাসাদের নাম ছিল দিলকুশা।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ মোহাম্মদ আলমগীর (২০১২)। "দিলখুশা"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।