শাহ আলী থানা

বাংলাদেশের ঢাকা বিভাগের থানা

শাহ আলী থানা বাংলাদেশের ঢাকা শহরের একটি প্রশাসনিক এলাকা বা থানা। এটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগের আওতাভুক্ত। অর্থাৎ এই থানার তাদরকি কর্মকর্তা হচ্ছেন ডিসি মিরপুর জোন।[১]

শাহ আলী
থানা
দেশ বাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাঢাকা জেলা
আয়তন[১]
 • মোট৫.১৫ বর্গকিমি (১.৯৯ বর্গমাইল)
জনসংখ্যা (২০০১ সালের আদম শুমারি অনুসারে)[১]
 • মোট১,০২,৮৫৫
 • জনঘনত্ব২০,০০০/বর্গকিমি (৫২,০০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড১২২৯

অবস্থান সম্পাদনা

শাহ আলী থানার অবস্থান হচ্ছে ২৩°৪৮′২০″ উত্তর ৯০°২০′৫৮″ পূর্ব / ২৩.৮০৫৬৭৩° উত্তর ৯০.৩৪৯৩৭৪° পূর্ব / 23.805673; 90.349374

সীমানা সম্পাদনা

উত্তরে পল্লবী থানা, দক্ষিণে মিরপুর মডেল থানাদারুস সালাম থানা, পূর্বে পল্লবী থানামিরপুর মডেল থানা, পশ্চিমে সাভার উপজেলা

ইতিহাস সম্পাদনা

শাহ আলী থানা ২০০৫ সালে গঠিত হয়। সুফিসাধক হযরত শাহ আলী বাগদাদীর নামানুসারে এই থানার নামকরণ করা হয়েছে।

অন্তর্ভুক্ত এলাকা সম্পাদনা

শাহ আলী থানার ওয়ার্ড : ৮

  • মিরপুর ১নং ব্লক
  • নবাবেরবাগ
  • চটবাড়ি
  • উত্তর বিশিল
  • শাহ আলী নগর
  • বিসিআইসি
  • বিআইএসএফ
  • কুমির শাহ মাজার
  • কামাল হাউজিং
  • মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সারেং বাড়ি
  • বকস নগর
  • গুদারাঘাট
  • তুরাগ সিটি।

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

জনসংখ্যা ১০২৮৫৫ জন। পুরুষ ৫৫২৬৬জন। মহিলা ৪৭৫৮৯ জন। মুসলিম ১০১২৩৩ জন। হিন্দু ১৪২৪ জন। বৌদ্ধ ১৬১ জন। খ্রিস্টান ২০ জন। এবং অন্যান্য ১৭ জন।

উল্লেখযোগ্য স্থাপনা সম্পাদনা

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

বিশ্ববিদ্যালয় ১টি, কলেজ ৫টি, মাধ্যমিক বিদ্যালয় ৫টি, প্রাথমিক বিদ্যালয় ১০টি, মাদ্রাসা ৪টি। শিক্ষার গড় হার ৮৩.০২%; পুরুষ ৮৪.৯৮%, মহিলা ৮২.০৫%।

উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান:

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. রাজীব মন্ডল (২০১২)। "শাহ আলী থানা"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743