নওয়াব স্যার শাহবাজ খান বুগতি ( সিন্ধি: سر شھباز خان بگٽي ) (১৮৯৭-১৯৮৯) বেলুচিস্তানের বুগতিদের একজন বিশিষ্ট উপজাতি প্রধান ছিলেন।

তিনি নভেম্বর ১৯০১ সালে ভারতীয় সাম্রাজ্যের অর্ডার (KCIE) এর নাইট কমান্ডার হিসেবে নাইট ' [১] জন্য যুদ্ধ ব্রিটিশ ঔপনিবেশিক সরকার এর ভারত এবং ব্রিটিশ সাম্রাজ্যর বিরুদ্ধে জুদ্ধ করেন । এছাড়াও স্যার শাহবাজ বেলুচিস্তানে অনেক জমি উপহার পেয়েছিলেন। টাইগার্স অফ বেলুচিস্তান বইতেও তাঁর উল্লেখ রয়েছে।[তথ্যসূত্র প্রয়োজন]

[ উদ্ধৃতি প্রয়োজন ]

পরিবার সম্পাদনা

তিনি নবাব মেহরাব খান বুগতি এবং নবাবজাদা সরদার সোহরাব খান বুগতির বাবা ছিলেন। তিনি নবাবজাদা আবদুল রহমান বুগতি, নবাব আকবর খান বুগতি, নবাবজাদা আহমদ নওয়াজ বুগতি, নবাবজাদী হায়াত বুগতি, নবাবজাদী সরদার বিবি বুগতি, নবাবজাদী মুনাওয়ার বুগতি, নবাবজাদী নূরজাহান বুগতি ও সরদার গোলাম মোস্তফা খান বুগতির দাদা ছিলেন। তাঁর ৫৬ জন নাতি-নাতনি ছিল।

তথ্যসূত্র সম্পাদনা