শ্যালিকা

(শালী থেকে পুনর্নির্দেশিত)

শ্যালিকা (ইংরেজি:Sister-in-law) হল শ্যালকের স্ত্রীলিঙ্গ।এর মানে হল স্ত্রী এর বোন। সাধারণত বৌয়ের আপন বোনকেই বলা হয় শ্যালিকা বা শালী।

বিশ্লেষণ

সম্পাদনা

শ্যালিকা সংস্কৃত শব্দ[১], বাংলায় একে বলা হয় শালী। ইংরেজিতে বলা হয় Sister-in-law। অর্থাৎ‍ আইনগতভাবে বোন। এর দ্বারা বোঝা যায় যখন আইনানুযায়ী বিবাহ হয় তখন পরে শ্যালিকার সম্পর্ক সৃষ্টি হয়। বিভিন্ন ভাষায় শ্যালিকাঃ

ভাষা প্রতিশব্দ
বাংলা শালী
ইংরেজি Sister-in-law

বিভিন্ন সমাজে এর দৃষ্টিভঙ্গি

সম্পাদনা

বিভিন্ন সমাজে শালী ও দুলাভাইকে বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখা হয়ঃ

ইসলামী দৃষ্টিভঙ্গি

সম্পাদনা

ইসলামি আইন অনুযায়ী দুলাভাই তার শালীকে বিবাহ করতে পারবে। তবে স্ত্রী বর্তমান থাকা যাবেনা। বিচ্ছেদ হতে হবে অবশ্যই, সে ক্ষেত্রে বিচ্ছেদ বা মৃত্যু উপলক্ষ হতে পারে। আর তাই তাদের পরস্পরকে পর্দা করা বাধ্যতামূলক[২]

হিন্দুসমাজে দৃষ্টিভঙ্গি

সম্পাদনা

ছোট বোন এর মতন।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. সংসদ বাংলা অভিধান
  2. আন নিসা,কুরআন