শালবাহান ইউনিয়ন

পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার একটি ইউনিয়ন

শালবাহান ইউনিয়ন বাংলাদেশের পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার একটি ইউনিয়ন। ইউপি কার্যালয়টি মহুরীহাট নামক স্থানে অবস্থিত।

শালবাহান
ইউনিয়ন
৪নং শালবাহান ইউনিয়ন
শালবাহান রংপুর বিভাগ-এ অবস্থিত
শালবাহান
শালবাহান
শালবাহান বাংলাদেশ-এ অবস্থিত
শালবাহান
শালবাহান
বাংলাদেশে শালবাহান ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৬°৩০′৪৬″ উত্তর ৮৮°২৪′১১″ পূর্ব / ২৬.৫১২৭৮° উত্তর ৮৮.৪০৩০৬° পূর্ব / 26.51278; 88.40306 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাপঞ্চগড় জেলা
উপজেলাতেঁতুলিয়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমোঃ আশরাফুল ইসলাম
আয়তন
 • মোট৩০.৩৮ বর্গকিমি (১১.৭৩ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট২২,০০০
 • জনঘনত্ব৭২০/বর্গকিমি (১,৯০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৭০%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৫০৩০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

শালবাহান ইউনিয়ন তেতুলিয়া উপজেলার আওতাধীন ৪ নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম তেতুলিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১ নং নির্বাচনী এলাকা পঞ্চগড়-১ এর অংশ। এই ইউনিয়ন নিন্মলিখিত গ্রাম নিয়ে গঠিত:

  • বালাবাড়ী
  • বালাবাড়ী আবাসন
  • বসন্তজোত
  • হাগুড়াগছ
  • লোহাকাচী বারবিশুয়া
  • শালবাহান
  • শালবাহান আশ্রয়ন কেন্দ্র
  • শালবাহান নতুনবস্তি
  • দাড়িয়াগছ
  • গোবরাগছ
  • ভেল্কুগছ
  • প্রামানিকপাড়া
  • ছোপাগছ
  • মহিগছ
  • চৌধুরীগছ
  • উত্তরবোয়ালমারী
  • দক্ষিণ বোয়ালমারী
  • পূর্ব বোয়ালমারী
  • পশ্চিম বোয়ালমারী
  • মন্ডলপাড়া
  • বড় দলূয়াগছ
  • নামাগছ
  • প্রামানিক পাড়া
  • পত্নীপাড়া
  • প্রাণজোত
  • কালান্দিগছ
  • খেরকিডাঙ্গী
  • টাইয়াগছ
  • ফকিরপাড়া
  • কুমারটোর
  • ছোট দলুয়াগছ
  • ময়নাগুড়ি
  • জামরীগুড়ি
  • প্রামানিকপাড়া
  • লোহাকাচী
  • ধারাগছ
  • গোয়াবাড়ী
  • মাঝিপাড়া
  • দানাগছ
  • কাজিগছ
  • ডাহুক গুচ্ছগ্রাম
  • নারায়নগছ
  • পেদিয়াগছ
  • খুটাগছ

প্রাক্তন চেয়ারম্যানবৃন্দ সম্পাদনা

জনসংখ্যা সম্পাদনা

জনসংখ্যা ২২,০০০ জন। নারী ১০,৩০০ জন, পুরুষ ১১,৭০০ জন।

শিক্ষা সম্পাদনা

এই ইউনিয়নে শিক্ষার হার ৭০%।

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

শালবাহান ইউনিয়নের উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান গুলো হলো:

এছাড়াও এ ইউনিয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, হাফিজিয়া মাদ্রাসা আছে।

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

শালবাহান ইউনিয়নের যোগাযোগের প্রধান সড়ক ঢাকা-বাংলাবান্ধা এন৫ (বাংলাদেশ) জাতীয় মহাসড়ক। ইউনিয়নের প্রায় প্রতিটি রাস্তা পাকা। ইজিবাইক ও ভ্যান প্রধান বাহন।

তথ্যসূত্র সম্পাদনা