শায়খ ইদ্রিস
মাওলানা মুহাম্মদ ইদ্রিস (উর্দু: شیخ الحدیث مولانا محمد ادریس صاحب), (এছাড়া শায়েখ ইদ্রিস নামেও পরিচিত) পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের চরসদ্দা জেলার তুরঙ্গজাই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ১৯৬১ সালে হাকিম মাওলানা আব্দুল হকের ঘরে জন্মগ্রহণ করেন। তিনি তৎকালীন মুসলিম পণ্ডিত ছিলেন। তিনি মুনাজির-ই-জামান নামেও পরিচিত ছিলেন। তার পিতামহ ছিলেন শাইখুল হাদিস মুফতি শাহজাদা, দারুল উলুম দেওবন্দের প্রাক্তন স্নাতক ছিলেন। মাওলানা ইদ্রিস আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন ধর্মীয় নেতা এবং মুসলিম পণ্ডিত মাওলানা হাসান জানের জামাতা। তার দুই ছেলে আছে যাদের একজনের নাম নাম মাওলানা হাফিজ আনিস আহমেদ, যিনি দারুল উলুম হাক্কানিয়ায় অধ্যয়নরত। এবং অন্যজন ড. মুহাম্মদ সালমান এমবিবিএসে অধ্যয়নরত।
মুনাজির-ই-জামান শাইখুল হাদিস হযরত মাওলানা শায়খ ইদ্রিস সাহেব | |
---|---|
সদস্য, খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক পরিষদ | |
অফিসে ২০০২ – ২০০৭ | |
স্পিকার, খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক পরিষদ | |
ব্যক্তিগত | |
জন্ম | ১৯৬১ |
ধর্ম | ইসলাম |
জাতীয়তা | ![]() |
সন্তান |
|
পিতামাতা |
|
যুগ | আধুনিক |
আখ্যা | সুন্নি |
ব্যবহারশাস্ত্র | হানাফি |
আন্দোলন | দেওবন্দি |
রাজনৈতিক দল | জমিয়ত উলামায়ে ইসলাম (ফ) |
প্রধান আগ্রহ | হাদীস |
যেখানের শিক্ষার্থী |
|
কাজ | রাজনীতিবিদ |
আত্মীয় |
|
শিক্ষাজীবনসম্পাদনা
মাওলানা মুহাম্মদ ইদ্রিস তার নিজ শহর উৎমানজাইতে জামিয়া নোমানিয়া থেকে শিক্ষা লাভ করেন। উচ্চ ধর্মীয় শিক্ষার জন্য তিনি খাইবার পাখতুনখোয়ার আকোরা খাট্টকে অবস্থিত দারুল উলুম হাক্কানিয়ায় ভর্তি হন। মাওলানা ইদ্রিস সমসাময়িক শিক্ষাও লাভ করেন এবং পেশাওয়ার বিশ্ববিদ্যালয় থেকে এম এ আরবি ও এম এ ইসলামিয়াতে ভালো নম্বর পেয়ে উত্তীর্ণ হন।
শিক্ষকতাসম্পাদনা
উচ্চ শিক্ষা সম্পন্ন করার পর মাওলানা ইদ্রিস জাতির তরুণদের ধর্মীয় শিক্ষা দিতে মনোনিবেশ করেন। তিনি সেই উদ্দেশ্যে জামিয়া নোমানিয়ায় শিক্ষকতা শুরু করেন এবং এখনও সেখানে শিক্ষকতা ও প্রিতিষ্ঠানিক ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত আছেন। বর্তমানে তিনি জামিয়া নোমানিয়ার শাইখুল হাদিস [ক]
রাজনৈতিক জীবনসম্পাদনা
দেশীয় রাজনীতিতেও মাওলানা ইদ্রিস সক্রিয়। তিনি চরসদ্দা জেলার জনপ্রিয় রাজনৈতিক দল জমিয়ত উলামায়ে ইসলাম (ফ) এর আমির (امیر) ছিলেন। বর্তমানে তিনি দলটির সারপারাস্ত-ই-আ'লা বা প্রধান। শায়েখ ইদ্রিস কেপি (খাইবার পাখতুনখোয়া) প্রদেশের প্রাদেশিক পরিষদের সদস্য[১] এবং বিধানসভার স্পিকার।[তথ্যসূত্র প্রয়োজন]
পাদটীকাসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "Maulana Muhammad Idrees | KP Assembly"। Khyber Pakhtunkhwa Assembly। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৫।