শামসউদ্দিন আহমাদ শাহ
শামসউদ্দিন আহমদ শাহ (শাসনকাল ১৪৩৩-১৪৩৬) ছিলেন বাংলার শাসক। তিনি সুলতান জালালউদ্দিন মুহাম্মদ শাহর পুত্র। পিতার মৃত্যুর পর ১৪ বছর বয়সে তিনি ক্ষমতালাভ করেন।[১]
শামসউদ্দীন আহমদ শাহ | |||||
---|---|---|---|---|---|
বাঙ্গালার সুলতান | |||||
রাজত্ব | ১৪৩৩ - ১৪৩৬ | ||||
পূর্বসূরি | জালালউদ্দীন মুহম্মদ শাহ | ||||
উত্তরসূরি | নাসেরউদ্দীন মাহমূদ শাহ | ||||
জন্ম | আহমদ বিন মুহম্মদ ১৪১৯ খ্রীষ্টাব্দ শাহী বাঙ্গালা | ||||
মৃত্যু | ১৪৩৬ (বয়স ১৬–১৭) শাহী বাঙ্গালা | ||||
| |||||
রাজবংশ | বনী গণেশ | ||||
পিতা | জালালউদ্দীন মুহম্মদ শাহ | ||||
ধর্ম | সুন্নি ইসলাম |
ইতিহাস
সম্পাদনাআহমদ শাহ মাত্র ৩ বছর শাসন করেন। তার শাসনামলে অরাজক অবস্থা সৃষ্টি হয়। মুহাম্মদ কাসিম হিন্দু শাহর মতে তিনি তার পিতার উদারনীতি বজায় রাখেন এবং ন্যায়বিচার ও দানশীলতার জন্য পরিচিত ছিলেন।[২] তার শাসনামলে ইবরাহিম শাহ শারকি আগ্রাসন চালান। পরবর্তীতে আহমদ শাহ দুজন ক্ষমতাশালী অভিজাত সাদি খান ও নাসির খান কর্তৃক ১৪৩৬ সালে নিহত হন।[১] তার হত্যাকান্ডের পর সাদি খান ও নাসির খান পরস্পর বিবাদে জড়িয়ে পড়েন এবং দুজনেই ক্ষমতা হারান। ইলিয়াস শাহি রাজবংশের একজন বংশধর ১৪৩৭ সালে নাসিরউদ্দিন মাহমুদ শাহ নাম ধারণ করে সিংহাসনে বসেন।[২]
শামসউদ্দিন আহমাদ শাহ রাজা গণেশের পরিবার
| ||
পূর্বসূরী জালালউদ্দিন মুহাম্মদ শাহ |
বাংলার শাসক ১৪৩৩–১৪৩৬ |
উত্তরসূরী প্রথম মাহমুদ শাহ |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ MA Taher, Shamsuddin Ahmad Shah ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৬ সেপ্টেম্বর ২০১১ তারিখে, Banglapedia: The National Encyclopedia of Bangladesh, Asiatic Society of Bangladesh, Dhaka, Retrieved: 2011-04-26
- ↑ ক খ Majumdar, R.C. (ed.) (2006). The Delhi Sultanate, Mumbai: Bharatiya Vidya Bhavan, p.211
এই ভারতীয় রাজ ব্যক্তিত্বের জীবনী বিষয়ক নিবন্ধটিটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |