শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ

সরকারি শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ বাংলাদেশের বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার অন্তর্গত একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত কলেজটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ডিগ্রি ও কিছু স্নাতক পর্যায়ের সার্টিফিকেট প্রদান করে।[১] এখানে উচ্চমাধ্যমিক শ্রেণিতে প্রায় ২ হাজার ও স্নাতক (পাস) শ্রেণিতে প্রায় ৫ শত শিক্ষার্থী রয়েছে।

শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ
অবস্থান
মানচিত্র
, ,
তথ্য
বিদ্যালয়ের ধরনকলেজ
প্রতিষ্ঠাকাল১৫ আগস্ট ১৯৭২ (1972-08-15)
অবস্থাসক্রিয়
বিদ্যালয় বোর্ডজাতীয় বিশ্ববিদ্যালয়
বিদ্যালয় জেলাবরিশাল
ইআইআইএন১০০৩৮২
 • ১১শ শ্রেণীহ্যাঁ
 • ১২শ শ্রেণীহ্যাঁ
ভাষাবাংলা, ইংরেজি
অন্তর্ভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটgovsarsdc.com

ইতিহাস সম্পাদনা

কলেজটি ১৯৭৩ সালে উচ্চ মাধ্যমিক কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয়, ১৯৮৪ সালে বি.এ(পাস) কোর্স ও ১৯৯৭ সালে স্নাতক শ্রেনী খোলা হয়। ১ মার্চ ১৯৮৫ (1985-03-01) তারিখে কলেজটিকে প্রথম এমপিওভুক্ত করা হয়।[২] ২০১৮ সালের ৮ আগস্ট কলেজটি সরকারিকরণ করা হয়।

সহশিক্ষাকার্যক্রম সম্পাদনা

সহশিক্ষাকার্যক্রম হিসেবে এখানে ছেলে ও মেয়েদের আলাদা রোভার দল রয়েছে। বাংলা প্রভাষকের দায়িত্বে রয়েছে একটি ডিবেটিং ও কালচারাল ক্লাব ও ইংরেজি প্রভাষকের দায়িত্বে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। নিয়মিত নিজস্ব ও জাতীয় অনুষ্ঠান/প্রতিযোগিতায় অংশ নিয়ে শিক্ষার্থীরা বেশ সুনাম কুড়িয়েছে।

পরিচালনা সম্পাদনা

কলেজটি সম্পূর্ণ সরকারি নীতিমালা অনুসারে পরিচালিত হয়। এখানকার অধ্যক্ষ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)"www.banbeis.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০১-২৪ 
  2. "সরকারি কলেজের তালিকা"www.banbeis.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০১-২৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ সম্পাদনা