শরীফ খান
বাংলাদেশি পাখিবিশারদ ও লেখক
শরীফ খান (জন্ম: ১৯৫৩) বাংলাদেশের একজন প্রখ্যাত পাখিবিশারদ ও লেখক। বাংলাদেশে পরিবেশ বিজ্ঞান বিষয়ে অবদান রাখার জন্য ২০১৫ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।[১]
শরীফ খান | |
---|---|
জন্ম | ১৯৫৩ |
পেশা | লেখক |
জাতীয়তা | বাংলাদেশি |
নাগরিকত্ব | বাংলাদেশি ![]() |
সময়কাল | বিংশ শতাব্দী-একবিংশ শতাব্দী |
ধরন | পক্ষীবিজ্ঞান |
উল্লেখযোগ্য পুরস্কার | বাংলা একাডেমি পুরস্কার (২০১৫), প্রথম আলো বর্ষসেরা বই |
তিনি প্রথম আলো ও বিজ্ঞান চিন্তা নামের মাসিক ম্যাগাজিনের পাখি বিষয়ক নিয়মিত লেখক ।
জন্ম ও পরিবার সম্পাদনা
১৯৫৩ সালে বাগেরহাটের ফকিরহাট উপজেলার সাতশৈয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাবার চাকরির সুবাদে নয় বছর বয়স থেকে বিশ বছর বয়স পর্যন্ত সুন্দরবন ঘুরে দেখার সুযোগ পান।[১]
শিক্ষা জীবন সম্পাদনা
কর্মজীবন সম্পাদনা
শরীফ খান একজন ব্যাংক কর্মকর্তা।
প্রকাশিত গ্রন্থসমূহ সম্পাদনা
- বাংলাদেশের পাখি (চার খণ্ডে সমাপ্ত). প্রকাশক: বাংলাদেশ শিশু একাডেমী, ঢাকা
- বাংলাদেশের পাখি ও বন্যপ্রাণী (২০১৭). প্রকাশক: দিব্য প্রকাশ, ঢাকা
- বাংলাপিডিয়ায় প্রদায়ক. প্রকাশক: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, ঢাকা[১]
- শিশু বিশ্বকোষ-এ প্রদায়ক. প্রকাশক: বাংলাদেশ শিশু একাডেমি[১]
- অ্যাডভেঞ্চার সুন্দরবন । পরিবেশক : ঝিঙেফুল । প্রথম প্রকাশ feb,2008 .
পুরস্কার সম্পাদনা
প্রবন্ধ রচনায় বিশেষ অবদানের জন্য তিনি ২০১৫ সালের বাংলা একাডেমী পুরস্কার।[২]