বাংলাদেশ শিশু একাডেমি
বাংলাদেশের জাতীয় শিশু বিষয়ক প্রতিষ্ঠান
(বাংলাদেশ শিশু একাডেমী থেকে পুনর্নির্দেশিত)
বাংলাদেশ শিশু একাডেমি বা শিশু একাডেমি বাংলাদেশের শিশুদের জন্য প্রতিষ্ঠিত জাতীয় একাডেমি বা প্রতিষ্ঠান। এটি শিশুদের প্রতিভা বিকাশ, সাংস্কৃতিক উন্নয়ন, প্রচার এবং পৃষ্ঠপোষকতার জন্য ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয়।[১][২] এর প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এটি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান।
গঠিত | ১৯৭৬ |
---|---|
সদরদপ্তর | দোয়েল চত্বর সড়ক, শাহবাগ, ঢাকা, বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা |
মহাপরিচালক | আনজীর লিটন |
প্রকাশিত বই | ছড়াবার্ষিকী |
প্রধান প্রতিষ্ঠান | মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের |
ওয়েবসাইট | shishuacademy |
চেয়ারপারসনদের তালিকা
সম্পাদনা- জোবেদা খানম
- জুবাইদা গুলশান আরা
- শেখ আবদুল আহাদ[৩]
- সেলিনা হোসেন (২৩ এপ্রিল, ২০১৪ – )[৩]
- লাকি ইনাম (২৫ সেপ্টেম্বর, ২০১৯ – বর্তমান)[৪]
কার্যক্রম
সম্পাদনাকার্যালয়
সম্পাদনাবাংলাদেশের ৬৪টি জেলায় এবং ৬টি উপজেলায় (কেশবপুর, কুলাউড়া, বাবুগঞ্জ, মিঠাপুকুর, পরশুরাম, শ্রীনগর) শিশু একাডেমির কার্যালয় রয়েছে। এসকল কার্যালয়ে শিশুদের সাংস্কৃতিক প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম পরিচালিত হয়।
লক্ষ্য ও উদ্দেশ্য
সম্পাদনাবাংলাদেশ শিশু একাডেমির লক্ষ্য ও উদ্দেশ্যগুলো হলোঃ[৫]
- জাতীয় জীবনের সকল ক্ষেত্রে শিশুদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা;
- শিশুদের জন্য কারিগরী ও বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা;
- অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে শিশুদের সহায়তা করা;
- শিশুদের আইনগত অধিকার রক্ষার্থে সাহায্য করা;
- শিশুদের কল্যাণে নিয়োজিত সরকারি ও বেসরকারি, দেশী বিদেশী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ স্থাপন করা ও সহযোগিতা করা;
- জাতীয় উন্নয়ন কর্মকান্ডে শিশুদেরকে সম্পৃক্ত করার জন্য উদ্যোগ গ্রহণ করা;
- সমবায় সমিতি গঠন ও কুটির শিল্প স্থাপনে শিশুদেরকে উৎসাহিত করা;
- ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে শিশুদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা;
- শিশুদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন সম্মেলন, সেমিনার ও কর্মশালার ব্যবস্থা করা।
প্রকাশনা
সম্পাদনাশিশু একাডেমী কর্তৃক বিভিন্ন শিশুতোষ সাহিত্যগ্রন্থ ও মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ প্রকাশ করা হয়। তাছাড়া, শিশু একাডেমি শিশু পত্রিকার প্রকাশক।
পুরস্কার
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Meena day calls for birth registration for all girls and boys"। UNICEF। সংগ্রহের তারিখ ২০০৯-১০-০৮।
- ↑ "Bangladesh Shishu Academy" (পিডিএফ)। Minister for Women and Children Affairs, Republic of Bangladesh। ২০১১-০৭-০৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-১০-০৮।
- ↑ ক খ "Selina Hossain named Shishu Academy Chairperson"। bdnews24.com। সংগ্রহের তারিখ ২০২২-০২-১৮।
- ↑ "Lucky Enam appointed as the chairperson of Bangladesh Shishu Academy"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৯-২৭। সংগ্রহের তারিখ ২০২২-০২-১৮।
- ↑ বাংলাদেশ শিশু একাডেমী। "প্রতিষ্ঠা, লক্ষ্য ও উদ্দেশ্য"। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। ২৬ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারী ২০১৫।
বহিঃসংযোগ
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |