শফিকুল ইসলাম (পুলিশ কর্মকর্তা)
শফিকুল ইসলাম (জন্ম ৩০ অক্টোবর ১৯৬২) সাবেক পুলিশ কর্মকর্তা যিনি বর্তমানে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য হিসেবে কর্মরত আছেন। ইতিপূর্বে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩৪তম কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ পদে যোগদানের পূর্বে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন।[১][২]
শফিকুল ইসলাম | |
---|---|
সদস্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ১৭ মে ২০২৩ | |
নিয়োগদাতা | বাংলাদেশের রাষ্ট্রপতি |
রাষ্ট্রপতি | মোঃ সাহাবুদ্দিন |
পুলিশ কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ | |
কাজের মেয়াদ ১৪ সেপ্টেম্বর ২০১৯ – ২৯ অক্টোবর ২০২২ | |
পূর্বসূরী | আছাদুজ্জামান মিয়া |
উত্তরসূরী | খন্দকার গোলাম ফারুক |
অতিরিক্ত আইজিপি অপরাধ তদন্ত বিভাগ | |
কাজের মেয়াদ ১৬ মে ২০১৯ – ১৩ সেপ্টেম্বর ২০১৯ | |
পূর্বসূরী | শেখ হিমায়েত হোসেন মিয়া |
উত্তরসূরী | চৌধুরী আবদুল্লাহ আল মামুন |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | চুয়াডাঙ্গা, পূর্ব পাকিস্তান | ৩০ অক্টোবর ১৯৬২
জাতীয়তা | বাংলাদেশী |
জীবিকা | পুলিশ কর্মকর্তা |
প্রারম্ভিক জীবনসম্পাদনা
শফিকুল ১৯৬২ সালের ৩০ অক্টোবর তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জন্মগ্রহণ করেন।[৩] তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৬ সালে স্নাতক সম্পন্ন করেন।[৩] [৪]
কর্মজীবনসম্পাদনা
শফিকুল ইসলাম ৮ম (১৯৮৬ ব্যাচ) বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। পুলিশে যোগদানের পর সৈয়দপুর রেলওয়ে, নারায়ণগঞ্জ, সুনামগঞ্জ, পটুয়াখালী, কুমিল্লা জেলা, সিলেটে অষ্টম এয়ারপোর্ট আর্মড পুলিশ, পুলিশ স্টাফ কলেজ ও চট্টগ্রামে দ্বিতীয় এয়ারপোর্ট আর্মড পুলিশের পুলিশ সুপার ছিলেন।[৩] অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার, পরে কমিশনার এবং ঢাকা ও চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক ছিলেন। তিনি অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পেয়ে সন্ত্রাস বিরোধী ইউনিট, পুলিশের প্রধান কার্যালয় ও সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর তিনি ডিএমপির ৩৪তম কমিশনার হিসেবে যোগদান করেন। তিনি ২০২২ সালের ২৯ অক্টোবর অবসরে যান।।[৩]
শফিকুল ইসলাম ১১ মে ২০২৩ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য হিসেবে ৫ বছর বা ৬৫ বছর বয়স (যেটি পূর্বে ঘটে) এর জন্য নিয়োগ লাভ করেন।[৫] ১৭ মে ২০২৩ এ তিনি সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।[৬]
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ প্রতিবেদক, জ্যেষ্ঠ; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "সিআইডি প্রধান শফিকুল ইসলাম নতুন ডিএমপি কমিশনার"। bangla.bdnews24.com। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৯।
- ↑ "আরও এক বছর চুক্তিভিত্তিক নিয়োগ পেতে যাচ্ছেন শফিকুল ইসলাম"। jagonews24.com। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭।
- ↑ ক খ গ ঘ "Biography of Commissioner – Dhaka Metropolitan Police"। dmp.gov.bd (ইংরেজি ভাষায়)। ২ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৯।
- ↑ "ডিএমপির নতুন কমিশনার শফিকুল ইসলাম"। যুগান্তর। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৯।
- ↑ "পিএসসিতে নতুন চার সদস্য নিয়োগ"। banglanews24.com। ২০২৩-০৫-১১। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১৭।
- ↑ "পিএসসিতে নতুন চার সদস্যের শপথগ্রহণ"। www.kalerkantho.com। ২০২৩-০৫-১৭। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১৭।