খন্দকার গোলাম ফারুক

ডিএমপির ৩৫তম কমিশনার

খন্দকার গোলাম ফারুক, বিপিএম (বার), পিপিএম (জন্ম: ১ অক্টোবর ১৯৬৪) বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদমর্যাদার একজন কর্মকর্তা এবং বাংলাদেশ পুলিশের সর্ববৃহৎ ইউনিট[১] ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৩৫তম কমিশনার হিসেবে দায়িত্বরত। ২০২২ সালের ২৯ অক্টোবর তিনি ডিএমপির ৩৪তম কমিশনার শফিকুল ইসলামের স্থলাভিষিক্ত হন।[২][৩]

খন্দকার গোলাম ফারুক
ডিএমপির ৩৫তম কমিশনার
কাজের মেয়াদ
২৯ অক্টোবর ২০২২ – ৩০ সেপ্টেম্বর ২০২৩
পূর্বসূরীশফিকুল ইসলাম
উত্তরসূরীহাবিবুর রহমান
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1964-10-01) ১ অক্টোবর ১৯৬৪ (বয়স ৫৯)
ভূঞাপুর, টাঙ্গাইল, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীশেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ
জীবিকাপুলিশ কর্মকর্তা

প্রারম্ভিক জীবন সম্পাদনা

গোলাম ফারুক টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ঘাটানদি গ্রামে ১৯৬৪ সালের ১ অক্টোবর জন্মগ্রহণ করেন। তার বাবার নাম খন্দকার হায়দার আলী এবং মায়ের নাম মোসাম্মৎ ফাতেমা বেগম। তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (কৃষি) স্নাতক এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।[৪][৫]

কর্মজীবন সম্পাদনা

খন্দকার গোলাম ফারুক বিসিএস দ্বাদশ ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ১৯৯১ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। এরই ধারাবাহিকতায় তিনি ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ঝালকাঠি ও ঠাকুরগাঁও জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা, রাজশাহীর অধ্যক্ষ, চট্টগ্রাম ও রংপুর রেঞ্জের ডিআইজি, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এবং পুলিশ স্টাফ কলেজের রেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।[৪] তিনি ২০২২ সালের ২৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।[৬] তিনি ৩০ সেপ্টেম্বর ২০২৩ এ অবসরে যাবেন।[৭]

পুরস্কার ও সম্মাননা সম্পাদনা

জনগণের প্রতি সেবার স্বীকৃতিস্বরূপ তিনি ২০০৬ ও ২০১৮ সালে দুইবার বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম-সেবা) লাভ করেন। ২০১৫ সালে তিনি রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা) অর্জন করেন। এছাড়া ২০১৯ সালে তিনি আইজিপি গুড সার্ভিস ব্যাজও লাভ করেন।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ডিএমপি কমিশনার হওয়ার দৌড়ে এগিয়ে যারা"জাগোনিউজ২৪.কম। ১৭ আগস্ট ২০২২। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০২২ 
  2. "ডিএমপি কমিশনার হলেন খন্দকার গোলাম ফারুক"এনটিভি। ২৩ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০২২ 
  3. "ডিএমপির নতুন কমিশনার হলেন খন্দকার গোলাম ফারুক"ডিএমপি নিউজ। ২৩ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০২২ 
  4. "ঢাকার নতুন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৩ অক্টোবর ২০২২। ২৩ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০২২ 
  5. "ডিএমপির নতুন কমিশনার গোলাম ফারুক"ঢাকা টাইমস। ২৩ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০২২ 
  6. "ডিএমপি কমিশনারের দায়িত্ব নিলেন খন্দকার গোলাম ফারুক"জাগোনিউজ২৪.কম। ২৯ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০২২ 
  7. Television, Jamuna। "ডিএমপি কমিশনারের অবসরের প্রজ্ঞাপন জারি"Jamuna Television (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২৫