শফিকুর রহমান বাদশা

বাংলাদেশী রাজনীতিবিদ

শফিকুর রহমান বাদশা হলেন একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য[১]

শফিকুর রহমান বাদশা
রাজশাহী-২ আসনের
সংসদ সদস্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১০ জানুয়ারি ২০২৪
পূর্বসূরীফজলে হোসেন বাদশা
ব্যক্তিগত বিবরণ
জাতীয়তাবাংলাদেশী
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
পেশারাজনীতিবিদ

রাজনৈতিক জীবন সম্পাদনা

শফিকুর রহমান ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে বিজয়ী হন। শফিকুর রহমান বাদশা কাঁচি প্রতীকে পেয়েছিলেন ৫৫ হাজার ১৫৬ ভোট তার নিকটতম প্রতিদ্বন্ধী ফজলে হোসেন বাদশা পেয়েছেন ৩১ হাজার ৪৬০ ভোট।[২]

নির্বাচনের পূর্বে তিনি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।[৩]

শিক্ষাজীবন সম্পাদনা

শফিকুর রহমান বাদশা ১৯৬৪ সালে রাজশাহী সরকারী মাদ্রাসা (বর্তমানে হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয়) হতে এসএসসি পাস করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ হতে ১৯৭২ সালে এম.এ পাস করেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. প্রতিনিধি, রাজশাহী। "রাজশাহীতে জয় পেলেন যারা"bdnews24। সংগ্রহের তারিখ ২০২৪-০১-১০ 
  2. প্রতিনিধি (২০২৪-০১-০৭)। "ওয়ার্কার্স পার্টির বাদশাকে হারালেন স্বতন্ত্র প্রার্থী বাদশা"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৪-০১-১০ 
  3. দিগন্ত, Daily Nayadiganta-নয়া। "রাজশাহী ২ : নৌকার বাদশাকে হারিয়ে বিজয়ী স্বতন্ত্র বাদশা"Daily Nayadiganta (নয়া দিগন্ত) : Most Popular Bangla Newspaper। সংগ্রহের তারিখ ২০২৪-০১-১০