ল্য মোঁদ (সংবাদপত্র)

(ল্য মোঁদ থেকে পুনর্নির্দেশিত)

ল্য মোঁদ (ফরাসি: Le Monde) (বাংলায় পৃথিবী) একটি ফরাসি সন্ধ্যাকালীন দৈনিক পত্রিকা। ২০০৪ সালের তথ্য অনুযায়ী এটির গ্রাহকসংখ্যা সাড়ে তিন লক্ষেরও বেশি। এটি প্রধানতম ফরাসি দৈনিক পত্রিকা।

ল্য মোঁদ লোগো
ধরনদৈনিক পত্রিকা
ফরম্যাটবার্লিনার
মালিকগ্রুপ ল্য মোঁদ
সম্পাদকজঁ-মারি কোলোঁবানি
প্রতিষ্ঠাকাল১৯৪৪
রাজনৈতিক মতাদর্শকেন্দ্র বাম
ভাষাফরাসি
সদর দপ্তরBd Auguste-Blanqui 80,
F-75707 Paris Cedex 13
ওয়েবসাইটwww.lemonde.fr

উবের ব্যভ-মেরি জেনারেল শার্ল দ্য গোলের অনুরোধে এই পত্রিকাটি প্রকাশ করা শুরু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ল্য তঁ পত্রিকার উত্তরসূরী হিসেবে এর যাত্রা শুরু হয়। ১৯৪৪ সালের ১৯শে ডিসেম্বর এর প্রথম সংখ্যা প্রকাশিত হয়। ১৯৯৫ সালের ১৯শে ডিসেম্বর থেকে এটি ইন্টারনেটে পাওয়া যাচ্ছে। এর বর্তমান প্রকাশক গ্রুপ ল্য মোঁদ

পত্রিকাটির প্রধান সম্পাদক (rédacteur en chef রেদাক্তর অঁ শেফ) হলেন প্রখ্যাত রাজনৈতিক কার্টুনিস্ট জেরার কুর্তোয়া