লোকমান হোসেন ফকির

একজন বাংলাদেশী সঙ্গীতজ্ঞ

লোকমান হোসেন ফকির একজন বাংলাদেশী সঙ্গীতজ্ঞ। তিনি একজন গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবে প্রসিদ্ধ। একুশের গানের অন্যতম একজন সুরকার তিনি।[] সঙ্গীতে অবদানের জন্য মরণোত্তর বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান একুশে পদক-এ ভূষিত হন।[] চলচ্চিত্রের গানে অবদানের জন্য দেবু ভট্টাচার্য-এর সাথে যৌথভাবে শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[]

লোকমান হোসেন ফকির
জন্ম
লোকমান হোসেন ফকির

(১৯৩৪-১০-২২)২২ অক্টোবর ১৯৩৪
মৃত্যু২৩ এপ্রিল ১৯৯১(1991-04-23) (বয়স ৫৬)
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ব বাংলাদেশ
পেশাগীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক
পরিচিতির কারণসঙ্গীতজ্ঞ
পুরস্কারজাতীয় চলচ্চিত্র পুরস্কার (১ বার)
সঙ্গীত কর্মজীবন
ধরন
বাদ্যযন্ত্র

প্রাথমিক জীবন

সম্পাদনা

লোকমান হোসেন ফকির ১৯৩৪ সালের ২২ অক্টোবর তৎকালীন ব্রিটিশ ভারতের (বর্তমান বাংলাদেশ) টাঙ্গাইল জেলার ভুয়াপুরের নিকরাইল গ্রামে জন্মগ্রহণ করেন।

কর্মজীবন

সম্পাদনা

লোকমান হোসেন ফকির ১৯৬০ সালে বেতার কণ্ঠশিল্পী হিসাবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ১৯৬৫ সালে তিনি বেতার ও টেলিভিশনে গীতিকার ও সুরকার হিসেবে কাজ করেন।[] তিনি মূলত লোক সঙ্গীত-এ পারদর্শিতা অর্জন করেন। তার রচিত ও সুরকৃত "আবার জমবে মেলা, বটতলা হাটখোলা" গানটি ব্যাপক সমাদৃত।[] চরিত্রহীন চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনার জন্য দেবু ভট্টাচার্যের সাথে যৌথভাবে শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে অর্জন করেন। তার রচিত গ্রন্থসমূহের মধ্যে আমি শুনছি কবিতার বই ও লোকমান ফকিরের গান গীতি কবিতা উল্লেখযোগ্য।[]

পুরস্কার ও সম্মাননা

সম্পাদনা

মৃত্যু

সম্পাদনা

লোকমান হোসেন ফকির ১৯৯১ সালের ২৩ এপ্রিল মৃত্যুবরণ করেন। []

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. সাজ্জাদ আরেফিন (ফেব্রুয়ারি ২১, ২০১৪)। "একুশের গান"দৈনিক প্রথম আলো। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৬ 
  2. "একুশে পদক"সাহিত্য বাজার। ফেব্রুয়ারি ২১, ২০১৪। ১০ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৬ 
  3. আবদুল্লাহ আল মুক্তাদির (১ জুলাই ২০১১)। "'সব মেঘে বৃষ্টি হয় না': সংকটে ঢাকাই চলচ্চিত্রের গান"ম্যাজিক লন্ঠন। ২০ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৬ 
  4. "ঐতিহাসিক বৃহত্তর ময়মনসিংহর এক জনপদ টাঙ্গাইল"ময়মনসিংহ বার্তা। ১৭ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৬ 
  5. মামুন তরফদার (২০ মে ২০১৫)। "বাংলাদেশের লোকমেলা"দৈনিক সংগ্রাম। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "লোকমান হোসেন ফকিরের ২৫তম মৃত্যুবার্ষিকী"দৈনিক প্রথম আলো। ২৩ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৬ 

বহিঃসংযোগ

সম্পাদনা