লেও দুবোয়া

ফরাসি ফুটবল খেলোয়াড়

লেও মিশেল জোসেফ ক্লদ দুবোয়া (ফরাসি: Léo Dubois, ফরাসি উচ্চারণ: ​[leˈo dybwˈa]; জন্ম: ১৪ সেপ্টেম্বর ১৯৯৪; লেও দুবোয়া নামে সুপরিচিত) হলেন একজন ফরাসি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে তুর্কি ক্লাব গালাতাসারায় এবং ফ্রান্স জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় অথবা ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

লেও দুবোয়া
২০১৯ সালে নাঁতের হয়ে দুবোয়া
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম লেও মিশেল জোসেফ ক্লদ দুবোয়া
জন্ম (1994-09-14) ১৪ সেপ্টেম্বর ১৯৯৪ (বয়স ২৯)
জন্ম স্থান সেগ্রে, ফ্রান্স
উচ্চতা ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
গালাতাসারায়
জার্সি নম্বর
যুব পর্যায়
২০০০–২০০৩ সেঁত জেম দাঁদিনিয়ে
২০০৩–২০০৮ এঁত সেগ্রে
২০০৮–২০১২ নাঁত
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১২–২০১৬ নাঁত বি ৪০ (২)
২০১৪–২০১৮ নাঁত ৯৬ (৩)
২০১৮–২০২২ লিওঁ ১০১ (৩)
২০২২– গালাতাসারায় (০)
জাতীয় দল
২০১৬ ফ্রান্স অনূর্ধ্ব-২১ (০)
২০১৯– ফ্রান্স ১৩ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১০:০২, ৩১ অক্টোবর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১০:০২, ৩১ অক্টোবর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১৬ সালে, দুবোয়া ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের হয়ে ফ্রান্সের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ১ বছর যাবত ফ্রান্সের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৯ সালে ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ফ্রান্সের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১৩ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

লেও মিশেল জোসেফ ক্লদ দুবোয়া ১৯৯৪ সালের ১৪ই সেপ্টেম্বর তারিখে ফ্রান্সের সেগ্রেতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল সম্পাদনা

দুবোয়া ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে ফ্রান্সের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৬ সালে তিনি ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। ফ্রান্সের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ১ বছরে ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

২০১৯ সালের ২রা জুন তারিখে, ২৪ বছর, ৮ মাস ও ১৯ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী দুবোয়া বলিভিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ফ্রান্সের হয়ে অভিষেক করেছেন।[১] উক্ত ম্যাচের ৪৬তম মিনিটে রক্ষণভাগের খেলোয়াড় বাঁজামাঁ পাভারের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[২] ম্যাচে তিনি ১৮ নম্বর জার্সি পরিধান করে ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৩] ম্যাচটি ফ্রান্স ২–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৪] ফ্রান্সের হয়ে অভিষেকের বছরে দুবোয়া সর্বমোট ৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান সম্পাদনা

আন্তর্জাতিক সম্পাদনা

৩১ অক্টোবর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
ফ্রান্স ২০১৯
২০২০
২০২১
সর্বমোট ১৩

তথ্যসূত্র সম্পাদনা

  1. "France vs. Bolivia - 2 June 2019 - Soccerway"int.soccerway.com। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২২ 
  2. "France - Bolivia 2:0 (Friendlies 2019, June)"worldfootball.net। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২২ 
  3. "France - Bolivia, Jun 2, 2019 - International Friendlies - Match sheet"www.transfermarkt.com। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২২ 
  4. Strack-Zimmermann, Benjamin। "France vs. Bolivia"www.national-football-teams.com। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা