লাহুড়িয়া ইউনিয়ন
লাহুড়িয়া ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের নড়াইল জেলার লোহাগড়া উপজেলার একটি প্রশাসনিক অঞ্চল।
লাহুড়িয়া | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | নড়াইল জেলা |
উপজেলা | লোহাগড়া উপজেলা ![]() |
আয়তন | |
• মোট | ১৮ বর্গকিমি (৭ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২৪,১৯৩ |
• জনঘনত্ব | ১,৩০০/বর্গকিমি (৩,৫০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | lahuriaup |
আয়তন
সম্পাদনালাহুড়িয়া ইউনিয়নের আয়তন ১৮ বর্গ কিলোমিটার।[১]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি লাহুড়িয়া ইউনিয়নের মোট জনসংখ্যা ২৪১৯৩ জন। এর মধ্যে পুরুষ ১২৬১০ জন এবং মহিলা ১১৫৮৩ জন।[১]
অবস্থান ও সীমানা
সম্পাদনাভৌগোলিক অবস্থান অনুযায়ী ইউনিয়নটির উত্তরে পলাশবাড়িয়া ইউনিয়ন, দক্ষিণে শালনগর ইউনিয়ন, পূর্বে বানা ইউনিয়ন এবং নলদী ইউনিয়ন অবস্থিত।[১]
প্রসাশনিক কাঠামো
সম্পাদনা- ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হলো[২]
ওয়ার্ড নং | গ্রামের নাম |
---|---|
১নং ওয়ার্ড | লাহুড়িয়া দীননাথ পাড়া, আরাজী মন্ডলগাতী |
২নং ওয়ার্ড | লাহুড়িয়া গোবিন্দ পাড়া, ঝামারঘোপ, লাহুড়িয়া ছায়মানারচর, কাদির পাড়া |
৩নং ওয়ার্ড | লাহুড়িয়া ৮৫ পাড়া, লাহুড়িয়া পশ্চিম পাড়া, লাহুড়িয়া মোল্যা পাড়া, লাহুড়িয়া কচুবাড়ীয়া, লাহুড়িয়া হিন্দু পাড়া |
৪নং ওয়ার্ড | লাহুড়িয়া ডহর পাড়া, লাহুড়িয়া প্রশন্ন পাড়া |
৫নং ওয়ার্ড | লাহুড়িয়া ১১ নলী, লাহুড়িয়া ত্রৈলক্ষ পাড়া, লাহুড়িয়া ডিগ্রিরচর, লাহুড়িয়া তেতুলবাড়ীয়া |
৬নং ওয়ার্ড | লাহুড়িয়া শেখ পাড়া, লাহুড়িয়া সৈয়দ পাড়া, লাহুড়িয়া ব্যবসায়ী পাড়া, লাহুড়িয়া মাঝি পাড়া, লাহুড়িয়া তালুক পাড়া, লাহুড়িয়া বাজার পাড়া, |
৭নং ওয়ার্ড | লাহুড়িয়া রাজাপুর, লাহুড়িয়া হেচলাগাতী, কল্যানপুর |
৮নং ওয়ার্ড | কামারগ্রাম |
৯নং ওয়ার্ড | সরুশুনা |
ইতিহাস
সম্পাদনালাহুড়িয়া ইউনিয়নের নামকরণের ইতিহাস পূর্ব পুরুষদের মুখে শোনা যায় যে, লাহোর থেকে কিছু লোক অত্র লাহুড়িয়া ইউনিয়নে এসে বসবাস শুরু করেন। তাদের চলাফেরা, আচার-আচরণে মানুষ মুগ্ধ হয়। তাদের স্মৃতিস্বরুপ এ ইউনিয়নের নাম লাহুড়িয়া নামকরণ করা হয়।[৩]
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী লাহুড়িয়া ইউনিয়নের শিক্ষার হার ৬০.৪৩ % এবং এ ইউনিয়নে ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।[১]
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনালোহাগড়া উপজেলা থেকে ২৩ কিলোমিটার উত্তরে এ ইউনিয়নটি অবস্থিত। সব ধরনের যানবাহনে এ ইউনিয়নে যোগাযোগ করা যায়।[৪]
খাল ও নদী
সম্পাদনালাহুড়িয়া ইউনিয়নে কয়েকটি খাল রয়েছে। যেমন: দুধদোয়ার খাল, কুলু পাড়া খাল এবং অন্যান্য বিলের মধ্যে ইছামতি অন্যতম।[৫]
হাট-বাজার
সম্পাদনালাহুড়িয়া ইউনিয়নে হাট-বাজার এর মধ্যে রয়েছে:[৬]
- লাহুড়িয়া বাজার
- মুন্সী গঞ্জের বাজার
- ঝামারঘোপ বাজার
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ "এক নজরে ২নং লাহুড়িয়া ইউনিয়ন"। lahuriaup.narail.gov.bd। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২৪।
- ↑ "লাহুড়িয়া ইউনিয়নের গ্রাম সমূহের তালিকা"। lahuriaup.narail.gov.bd। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২৪।
- ↑ "ইউনিয়নের ইতিহাস"। lahuriaup.narail.gov.bd। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২৪।
- ↑ "যোগাযোগ"। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২৪।
- ↑ "খাল ও নদী"। lahuriaup.narail.gov.bd। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২৪।
- ↑ "লাহুড়িয়া ইউনিয়নের হাটবাজার"। lahuriaup.narail.gov.bd। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২৪।