লালগড় সেতু [১][২] হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলায় কংসাবতী নদীর উপর অবস্থিত একটি সেতু। এই সেতুটির নির্মান শুরু হয় ২০১১ সালে এবং ২০১৬ সালে এর নির্মান শেষ হয়।সেতুটি ১১ ফেব্রুয়ারি ২০১৬ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেন।

লালগড় সেতু
বহন করেদুটি পথ, প্রতি পথে একটি সবরকম যানবাহন চলাচলের উপযোগী লেন
অতিক্রম করেকংসাবতী নদী
স্থানলালগড়, ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গ,  ভারত
দাপ্তরিক নামলালগড় সেতু
অন্য নামআমকোলা সেতু
বৈশিষ্ট্য
মোট দৈর্ঘ্য৭৫০ মিটার (২,৪৬০ ফু)
প্রস্থ১২ মিটার (৩৯ ফু)
ইতিহাস
চালু১১ ফেব্রুয়ারি ২০১৬
পরিসংখ্যান
টোলনা

সেতুটি নির্মানের ফলে ঝাড়গ্রামের সঙ্গে বাঁকুড়া, বিষ্ণুপুরমেদিনীপুর শহরের মধ্যে দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার (১৯ মা) কমেছে।

বৈশিষ্ট সম্পাদনা

  • দৈর্ঘ্য: ৭৫০ মিটার (২,৪৬০ ফু)
  • চওড়া: ১২ মিটার (৩৯ ফু)
  • অতিক্রম: কংসাবতী নদী

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা