লারস আলরিক

ডেনীয় সুরকার

লারস আলরিক একজন ড্যানিশ ড্রামার যিনি আমেরিকার জনপ্রিয় ব্যান্ড মেটালিকার প্রতিষ্ঠাতা ও সদস্য। তিনি ডেনমার্কের একটি উচ্চ মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন।[১] তার পিতা ছিলেন তৎকালীন একজন টেনিস খেলোয়াড়। লারস আলরিক প্রথমে সানফ্রান্সিসকোতে থাকলেও পরে তিনি লস এঞ্জেলস-এ চলে আসেন। টেনিস খেলার পরিবর্তে ড্রামিংকে তিনি তার পেশা হিসেবে বেছে নেন।

লারস আলরিক
২০১৩ সালের একটি কনফারেন্সে
২০১৩ সালের একটি কনফারেন্সে
প্রাথমিক তথ্য
জন্মনামলারস আলরিক
জন্ম (1963-12-26) ডিসেম্বর ২৬, ১৯৬৩ (বয়স ৬০)
ডেনমার্ক[১][২]
ধরনহেভি মেটাল, থ্রাশ মেটাল, হার্ডরক, স্পিড মেটাল
পেশাসুরকার, গীতিকার, প্রযোজক, অভিনেতা
বাদ্যযন্ত্রড্রামস, পারকাসন
কার্যকাল১৯৮০–বর্তমান
ওয়েবসাইটwww.metallica.com

মেটালিকা ব্যান্ড গঠন সম্পাদনা

১৯৮১ সালে লারস আলরিক স্থানীয় একটি পত্রিকা দা রিসাইকেলার এ একটি বিজ্ঞাপন দেন যে একজন ড্রামার জ্যাম করার জন্য অন্যান্য মিউজিশিয়ান খুঁজছে। বিজ্ঞাপনে সাড়া দেন জেমস হেটফিল্ড। এভাবেই মেটালিকা ব্যান্ডটির যাত্রা শুরু হয়। স্লেয়ার এর সাবেক ড্রামার ডেভ লম্বারডো ২০১৪ সালের একটি সাক্ষাৎকারে বলেন, “লারস ছাড়া মেটালিকা ব্যান্ডটি আজকের অবস্থায় আসতে পারতো না।”

হেভি মেটাল সংগীতের বাইরে লারস আলরিক একজন জ্যাজ সংগীতের দারুণ ভক্ত।

ডিস্কোগ্রাফি সম্পাদনা

মেটালিকা

  • কিল এম অল (১৯৮৩)
  • রাইড দ্যা লাইটেনিং (১৯৮৪)
  • মাস্টার অব পাপেটস (১৯৮৬)
  • ...এ্যান্ড জাস্টিস ফর অল (১৯৮৮)
  • মেটালিকা (১৯৯১)
  • লোড (১৯৯৬)
  • রিলোড (১৯৯৭)
  • সেইন্ট এ্যাঙ্গার (২০০৩)
  • ডেথ ম্যাগনেটিক (২০০৮)
  • হার্ডওয়্যার্ড... টু সেলফ-ডেসট্রাক্ট (২০১৬)

তথ্যসূত্র সম্পাদনা

  1. Scaggs profile, Austin (২ সেপ্টেম্বর ২০০৪)। "Lars Ulrich profile"Rolling Stone। Straight Arrow Publishers (956): 64। আইএসএসএন 0035-791X 
  2. "Lars Ulrich profile"। Metallica.com। ১৮ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৪ 

Further reading সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা