লায়লা আর্জুমান্দ বানু

বাংলাদেশি সঙ্গীতশিল্পী

লায়লা আর্জুমান্দ বানু (৫ জানুয়ারি ১৯২৯ - ১০ ফেব্রুয়ারি ১৯৯৫) একজন বাংলাদেশী গায়িকা ও সমাজকর্মী ছিলেন।[][]

লায়লা আর্জুমান্দ বানু
লায়লা আর্জুমান্দ বানু
জন্ম৫ জানুয়ারি, ১৯২৯
বেচারাম দেউড়ি, ঢাকা বেঙ্গল প্রেসিডেন্সি (বর্তমানে বাংলাদেশ)
মৃত্যু১০ ফেব্রুয়ারি, ১৯৯৫
জাতীয়তাবাংলাদেশী
পেশাগায়িকা, সমাজকর্মী
দাম্পত্য সঙ্গীশামসুর হুদা চৌধুরী
পিতা-মাতাসৈয়দ মোহাম্মদ তৈফুর (পিতা)
পুরস্কারপ্রাইড অফ পারফরম্যান্স

জন্ম ও প্রারম্ভিক জীবন

সম্পাদনা

লায়লা আর্জুমান্দ বানুর জন্ম ব্রিটিশ ভারতের অধুনা বাংলাদেশের ঢাকার বেচারাম দেউড়িতে। পিতা গ্লিম্পসেস অফ ওল্ড ঢাকা গ্রন্থের রচয়িতা বিশিষ্ট ইতিহাসবিদ সৈয়দ মোহাম্মদ তৈফুর। তার স্বামী বিশিষ্ট রাজনীতিবিদ শামসুল হুদা চৌধুরী[]

শিক্ষাজীবন ও কর্মজীবন

সম্পাদনা

ঢাকার ইডেন বালিকা বিদ্যালয়ে লেখাপড়া সমাপ্ত করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফারসিদর্শনশাস্ত্রে পড়াশোনা করেন এবং ১৯৪৯ সালে বি.এ উপাধি অর্জন করেন।[] লায়লা আর্জুমান্দ বানু ওস্তাদ গুল মোহাম্মদ খাঁয়ের তত্ত্বাবধানে মনুষ্যত্বপূর্ণ সঙ্গীতে প্রাথমিক তালিম গ্রহণ করেন।[] নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, গজল, আধুনিক ও লোক সঙ্গীতে তাঁর বহুমুখী বিশেষ দক্ষতার পরিচয় পাওয়া যায়। তাঁর অসামান্য কর্মজীবন আরম্ভ হয় ১৯৩৯ সালের ১৬ ডিসেম্বর আকাশবাণীর ঢাকা বেতার কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। মাত্র দশ বছর বয়সে প্রথম মুসলিম কণ্ঠশিল্পী হিসেবে তিনি ঢাকা বেতারে সঙ্গীত পরিবেশন করেন।[]

পুরস্কার

সম্পাদনা

১৯৬৯ সালে পাকিস্তান সরকার তাঁকে প্রাইড অফ পারফরম্যান্স পুরস্কার প্রদান করে সঙ্গীতে স্মরণীয় অবদানের জন্য।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "অসামান্য সঙ্গীত প্রতিভা লায়লা আর্জুমান্দ বানু"jaijaidinbd.com। যায় যায় দিন। 
  2. "Noor Jehan Murshid, or a power woman"The Daily Star। ১ সেপ্টেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৬ 
  3. অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, দ্বিতীয় খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, জানুয়ারি ২০১৯ পৃষ্ঠা ৩৬১, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-২৯২-৬
  4. শাহনাজ হুদা (২০১২)। "বানু, লায়লা আর্জুমান্দ"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  5. "স্মরণ : ওস্তাদ গুল মোহাম্মদ খাঁ"দৈনিক নয়া দিগন্ত। ২৯ সেপ্টেম্বর ২০১৫। 

বহিঃসংযোগ

সম্পাদনা