লগ্নজিতা চক্রবর্তী
লগ্নজিতা চক্রবর্তী (জন্ম: ৩০ মার্চ ১৯৯১) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরের একটি বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি একজন ভারতীয় নেপথ্য গায়িকা।[১] তার পিতা শুভঙ্কর চক্রবর্ত্তী ও মাতা সংযুুুক্তা চট্টোপাধ্যায় চক্রবর্ত্তী। স্বামী -সাত্বকি সাহা
লগ্নজিতা চক্রবর্তী | |
---|---|
জন্মনাম | লগ্নজিতা চক্রবর্তী |
জন্ম | ৩০ মার্চ ১৯৯১ |
উদ্ভব | কলকাতা, ভারত |
ধরন | চলচ্চিত্র, বাংলা চলচ্চিত্র |
পেশা | গায়িকা, অভিনেতা |
কার্যকাল | ২০১৪–বর্তমান |
লগ্নজিতার মামাবাড়ি বাঁকুড়ার সোনামুখী-র মনোহরতলার খ্যাতনামা চট্টোপাধ্যায় পরিবারে। প্রবাদপ্রতিম গায়িকা কণিকা বন্দ্যোপাধ্যায় তার আত্মীয়।
লগ্নজিতা চক্রবর্তী একজন তরুণী বাঙালি প্লেব্যাক সঙ্গীতশিল্পী। চলচ্চিত্র চতুষ্কোণ-এর ‘‘বসন্ত এসে গেছে’’[২](মহিলা সংস্করণ) নামে একটি গানের মধ্য দিয়ে তিনি খ্যাতি অর্জন করেন।তিনি কলকাতা শহরে কলকাতা পাঠ ভবন, পরে সেন্ট জেভিয়ের্স কলেজ-এর ছাত্রী ছিলেন।
অভিনয়
সম্পাদনাযদি বলো হ্যাঁ নামক একটি বাংলা চলচ্চিত্রে তিনি অভিনয় করেন, সহ-তারকা শ্রীনন্দা শঙ্কর-এর সঙ্গে। এই চলচ্চিত্রের অন্যান্য সদস্যরা হলেন- মীর, অনির্বাণ ভট্টাচার্য, সায়ান ও পৌলোমী বসু।
সঙ্গীত
সম্পাদনাগান | বছর | চলচ্চিত্র | সুরকার | তথ্য |
---|---|---|---|---|
বসন্ত এসে গেছে (মহিলা সংস্করন) | ২০১৪ | চতুষ্কোণ | অনুপম রায় | |
সখী রঙ্গ কত বলও | ২০১৫ | রাজকাহিনী | ইন্দ্রদ্বীপ দাসগুপ্ত | |
এই ভাবে গল্প হোক | ২০১৬ | বিবাহ ডায়েরি | সভ্য গুপ্ত | |
প্রজাপতি বিস্কুট শিরোনাম গান[৩] | ২০১৭ | প্রজাপতি বিস্কুট | অনিন্দ্য চট্টোপাধ্যায় | |
যাক চুলোয় যাক[৪] | ২০১৭ | মাইকেল | ইন্দ্রজিৎ দে | |
নূর জাহান শিরোনাম গান | ২০১৮ | নূর জাহান | Savy | |
হৃয়য়ের রঙ[৫] | ২০১৮ | ঘারে ও বাইরে | অনুপম রায় |
চলচ্চিত্র
সম্পাদনাবছর | চলচ্চিত্র | চরিত্রের নাম | তথ্য |
---|---|---|---|
২০১৪ | জোদি বলো হ্যাঁ | হোইমো |
বিজ্ঞাপন
সম্পাদনাসম্প্রতি তিনি বাংলা সাহিত্যের সহকারী বাঙালি গায়ক সোমালতা আচার্য চৌধুরীর প্রিন্টে একটি বিজ্ঞাপন দেখেন। বিজ্ঞাপনটি হল রঙশোর শাড়ি, ওয়েব উপস্থিতি সহ একটি বুটিকি শৈলী দোকান।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "লগ্নজিতা চক্রবর্তী Archives - বাংলায় গানের কথা"। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "বসন্ত এসে গেছে"। আনন্দবাজার প্রত্রিকা। ২৬ জানুয়ারী ২০১৫। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৭।
- ↑ https://www.youtube.com/watch?v=eN1E5OrtIwI
- ↑ https://www.telegraphindia.com/entertainment/taam-michael-lives-it-up-with-music-and-mirth-183894
- ↑ https://www.youtube.com/watch?v=76QOT-1ryKI