বসন্ত এসে গেছে

বাংলা গান

বসন্ত এসে গেছে[১] ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত অন্যাধারার বাংলা চলচ্চিত্র চতুষ্কোণের একটি গান। অনুপম রায় রচিত এবং তার সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন লগ্নজিতা চক্রবর্তী[২] (মহিলা কন্ঠে) ও অনুপম রায় (পুরুষ কন্ঠে)।

"বসন্ত এসে গেছে"
চতুষ্কোণ অ্যালবাম থেকে
লগ্নজিতা চক্রবর্তী (মহিলা কন্ঠে)
অনুপম রায় (পুরুষ কন্ঠে) কর্তৃক সাউন্ডট্র্যাক
বিন্যাসসিডি, মিউজিক ডাউনলোড
ধারাচলচ্চিত্র
দৈর্ঘ্য:৫৪
লেবেলদাক ক্রিয়েটিভ মিডিয়া, রিলায়েন্স এন্টারটেনমেন্ট
গান লেখকঅনুপম রায়
সুরকারঅনুপম রায়
গীতিকারঅনুপম রায়
প্রযোজকদাক ক্রিয়েটিভ মিডিয়া
চতুষ্কোণ track listing
  1. "বসন্ত এসে গেছে"
  2. "বোবা টানেল "
  3. "মনে পরার গান"
  4. "চির সখা হে"
  5. "সেটাই সত্যি"

মুক্তি ও প্রতিক্রিয়া সম্পাদনা

‘‘বসন্ত এসে গেছে’’ গানটি ২০১৪ সালে মুক্তি পেয়েছে। এই গান মুক্তি পাওয়ার পর তুমুল জনপ্রিয়তা লাভ করে। অনুপম রায়ের সুরে ও লগ্নজিতা চক্রবর্তীর কন্ঠের গানটি দ্রুত সকলের মাঝে ছড়িয়ে পড়ে। এই গানের জন্য লগ্নজিতা চক্রবর্তী সকলের কাছে গায়িকা হিসাবে পরিচিতি পায়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "বসন্ত এসে গেছে"আনন্দবাজার প্রত্রিকা। ২৬ জানুয়ারী ২০১৫। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৭ 
  2. "লগ্নজিতা চক্রবর্তী Archives - বাংলায় গানের কথা"। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]