রোদ্রিগো রিকেলমে রেচে

স্পেনীয় ফুটবলার

রোদ্রিগো রিকেলমে রেচে (স্পেনীয়: Rodrigo Riquelme; জন্ম: ২ এপ্রিল ২০০০; রোদ্রিগো রিকেলমে নামে সুপরিচিত) হলেন একজন স্পেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর লা লিগার ক্লাব আতলেতিকো মাদ্রিদের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[][] তিনি মূলত বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

রোদ্রিগো রিকেলমে
২০২০ সালে বোর্নমাথের হয়ে রিকেলমে
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম রোদ্রিগো রিকেলমে রেচে
জন্ম (2000-04-02) ২ এপ্রিল ২০০০ (বয়স ২৪)
জন্ম স্থান মাদ্রিদ, স্পেন
উচ্চতা ১.৭৪ মিটার (৫ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
আতলেতিকো মাদ্রিদ
জার্সি নম্বর ২৫
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৮:৫১, ১২ নভেম্বর ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০২২ সালে, রিকেলমে স্পেন অনূর্ধ্ব-২১ দলের হয়ে স্পেনের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

রোদ্রিগো রিকেলমে রেচে ২০০০ সালের ২রা এপ্রিল তারিখে স্পেনের মাদ্রিদে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Página oficial del Atlético de Madrid" [আতলেতিকো মাদ্রিদের মূল পাতা]। atleticodemadrid.com (ইংরেজি ভাষায়)। আতলেতিকো মাদ্রিদ। ২০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২৩ 
  2. "Official Atlético de Madrid staff in 2023/24 – LALIGA" [২০২৩/২৪-এ আতলেতিকো মাদ্রিদের কর্মকর্তা – লা লিগা]। laliga.com (ইংরেজি ভাষায়)। লা লিগা। ১৯ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা