রেনো পিস্কোপো

অস্ট্রেলীয় ফুটবল খেলোয়াড়

রেনো মাউরো পিস্কোপো (ইতালীয়: Reno Piscopo; জন্ম: ২৭ মে ১৯৯৮; রেনো পিস্কোপো নামে সুপরিচিত) হলেন একজন ইতালীয়-অস্ট্রেলীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে অস্ট্রেলিয়ার পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর এ-লীগের ক্লাব ওয়েলিংটন ফিনিক্স এবং অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২৩ দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[২] তিনি মূলত বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় এবং ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

রেনো পিস্কোপো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম রেনো মাউরো পিস্কোপো[১]
জন্ম (1998-05-27) ২৭ মে ১৯৯৮ (বয়স ২৫)
জন্ম স্থান মেলবোর্ন, অস্ট্রেলিয়া
উচ্চতা ১.৭০ মিটার (৫ ফুট ৭ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ওয়েলিংটন ফিনিক্স
জার্সি নম্বর
যুব পর্যায়
ম্যানিংহ্যাম ইউনাইটেড
হিউম সিটি
মেলবোর্ন ফিনিক্স
২০১১–২০১৭ ইন্টার মিলান
২০১৭ তোরিনো
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৭–২০১৯ রেনাতে ৫১ (৫)
২০১৯– ওয়েলিংটন ফিনিক্স ৫৯ (৮)
জাতীয় দল
২০১৩ ইতালি অনূর্ধ্ব-১৫ (০)
২০১৩–২০১৪ ইতালি অনূর্ধ্ব-১৬ (১)
২০১৪ ইতালি অনূর্ধ্ব-১৭ (০)
২০১৬ অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২০ (০)
২০১৯– অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২৩ ১১ (২)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০০:৪৭, ১১ জুলাই ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১:৫৭, ১১ জুলাই ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১৩ সালে, পিস্কোপো ইতালি অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ইতালির বয়সভিত্তিক পর্যায়ে এবং ২০১৬ সালে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২০ দলের হয়ে অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

রেনো মাউরো পিস্কোপো ১৯৯৮ সালের ২৭শে মে তারিখে অস্ট্রেলিয়ার মেলবোর্নে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল সম্পাদনা

পিস্কোপো জাপানে অনুষ্ঠিত ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য ২০২১ সালের জুলাই মাসে প্রকাশিত অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২৩ দলে স্থান পেয়েছেন।[৩][৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "AFCS"stats.the-afc.com। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২১ 
  2. "Wellington Phoenix Sign Skilful Australian Winger From Italian Side"Wellington Phoenix। ২৩ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২১ 
  3. "Squad list - Men's Olympic Football Tournament Tokyo 2020" [দলের তালিকা - পুরুষদের অলিম্পিক ফুটবল প্রতিযোগিতা টোকিও ২০২০] (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ফিফা। ৭ জুলাই ২০২১। পৃষ্ঠা ২। 
  4. "Squad announcement: Australia Men's Football Team" [দলের ঘোষণা: অস্ট্রেলিয়া পুরুষ ফুটবল দল] (ইংরেজি ভাষায়)। অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন। ২৯ জুন ২০২১। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২১ 

বহিঃসংযোগ সম্পাদনা