তোরিনো ফুটবল ক্লাব
তোরিনো ফুটবল ক্লাব (সাধারণত তোরিনো এফসি, তোরো শুধুমাত্র তোরিনো ইতালীয় উচ্চারণ: [toˈriːno] নামে পরিচিত) হচ্ছে তুরিন ভিত্তিক একটি ইতালীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ইতালির শীর্ষ স্তরের ফুটবল লীগ সেরিয়ে আ-এ খেলে। এই ক্লাবটি ১৯০৬ সালের ৩রা ডিসেম্বর তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। তোরিনো এফসি তাদের সকল হোম ম্যাচ তুরিনের স্তাদিও অলিম্পিকো গ্রান্দে তোরিনোতে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ২৭,৯৫৮। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন মার্কো জাম্পাওলো এবং মালিকানায় রয়েছে ইউটি কমিউনিকেশন। ইতালীয় আক্রমণভাগের খেলোয়াড় আন্দ্রেয়া বেলত্তি এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
পূর্ণ নাম | তোরিনো ফুটবল ক্লাব এস.পি.এ. | |||
---|---|---|---|---|
ডাকনাম | ইল তোরো (ষাঁড়) ই গ্রানাতা (তাম্রবর্ণ) | |||
প্রতিষ্ঠিত | ||||
মাঠ | স্তাদিও অলিম্পিকো গ্রান্দে তোরিনো | |||
ধারণক্ষমতা | ২৭,৯৫৮[৩] | |||
মালিক | ইউটি কমিউনিকেশন | |||
সভাপতি | উরবানো কাইরো | |||
প্রধান কোচ | মার্কো জাম্পাওলো | |||
লিগ | সেরিয়ে আ | |||
২০১৯–২০ | ১৬তম | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
ঘরোয়া ফুটবলে, তোরিনো এফসি এপর্যন্ত ১৫টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৭টি সেরিয়ে আ, ৩টি সেরিয়ে বি এবং ৫টি কোপা ইতালিয়া শিরোপা রয়েছে। অন্যদিকে ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছে; যেটি হচ্ছে ১৯৯০–৯১ মিত্রোপা কাপ।
অর্জন
সম্পাদনাঘরোয়া
সম্পাদনা- রানার-আপ (১): ১৯৯৩
ইউরোপীয়
সম্পাদনা- চ্যাম্পিয়ন (১): ১৯৯০–৯১
- রানার-আপ (১): ১৯৯১–৯২
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "La storia del Torino FC"। torinofc.it/। Torino Football Club। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৪।
- ↑ "Torino, finalmente l' accordo a Cairo va la maggioranza"। repubblica.it। La Repubblica। সংগ্রহের তারিখ ১ মে ২০১৪।
- ↑ "Archived copy" (পিডিএফ)। ১ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
বহিঃসংযোগ
সম্পাদনা- উইকিমিডিয়া কমন্সে Torino Football Club 1906 সম্পর্কিত মিডিয়া দেখুন।
- দাপ্তরিক ওয়েবসাইট (ইতালীয়) (ইংরেজি)