তোরিনো ফুটবল ক্লাব
তোরিনো ফুটবল ক্লাব (সাধারণত তোরিনো এফসি, তোরো শুধুমাত্র তোরিনো ইতালীয় উচ্চারণ: [toˈriːno] নামে পরিচিত) হচ্ছে তুরিন ভিত্তিক একটি ইতালীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ইতালির শীর্ষ স্তরের ফুটবল লীগ সেরিয়ে আ-এ খেলে। এই ক্লাবটি ১৯০৬ সালের ৩রা ডিসেম্বর তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। তোরিনো এফসি তাদের সকল হোম ম্যাচ তুরিনের স্তাদিও অলিম্পিকো গ্রান্দে তোরিনোতে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ২৭,৯৫৮। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন মার্কো জাম্পাওলো এবং মালিকানায় রয়েছে ইউটি কমিউনিকেশন। ইতালীয় আক্রমণভাগের খেলোয়াড় আন্দ্রেয়া বেলত্তি এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
![]() | ||||
পূর্ণ নাম | তোরিনো ফুটবল ক্লাব এস.পি.এ. | |||
---|---|---|---|---|
ডাকনাম | ইল তোরো (ষাঁড়) ই গ্রানাতা (তাম্রবর্ণ) | |||
প্রতিষ্ঠিত | ||||
মাঠ | স্তাদিও অলিম্পিকো গ্রান্দে তোরিনো | |||
ধারণক্ষমতা | ২৭,৯৫৮[৩] | |||
মালিক | ইউটি কমিউনিকেশন | |||
সভাপতি | ![]() | |||
প্রধান কোচ | ![]() | |||
লিগ | সেরিয়ে আ | |||
২০১৯–২০ | ১৬তম | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
ঘরোয়া ফুটবলে, তোরিনো এফসি এপর্যন্ত ১৫টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৭টি সেরিয়ে আ, ৩টি সেরিয়ে বি এবং ৫টি কোপা ইতালিয়া শিরোপা রয়েছে। অন্যদিকে ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছে; যেটি হচ্ছে ১৯৯০–৯১ মিত্রোপা কাপ।
অর্জনসম্পাদনা
ঘরোয়াসম্পাদনা
- রানার-আপ (১): ১৯৯৩
ইউরোপীয়সম্পাদনা
- চ্যাম্পিয়ন (১): ১৯৯০–৯১
- রানার-আপ (১): ১৯৯১–৯২
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "La storia del Torino FC"। torinofc.it/। Torino Football Club। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৪।
- ↑ "Torino, finalmente l' accordo a Cairo va la maggioranza"। repubblica.it। La Repubblica। সংগ্রহের তারিখ ১ মে ২০১৪।
- ↑ "Archived copy" (পিডিএফ)। ১ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
বহিঃসংযোগসম্পাদনা
- উইকিমিডিয়া কমন্সে Torino Football Club 1906 সম্পর্কিত মিডিয়া দেখুন।
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (ইতালীয়) (ইংরেজি)