রেডিও কলোনি মডেল স্কুল এন্ড কলেজ

রেডিও কলোনি মডেল স্কুল অ্যান্ড কলেজ (আরসিএমএসসি) হল একটি রাষ্ট্র পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় যা সাভার উপজেলা, ঢাকা জেলা, বাংলাদেশে অবস্থিত। এটি ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবস্থিত। এর ইআইআইএন হল ১০৮৪১১।[২]

রেডিও কলোনি মডেল স্কুল এন্ড কলেজ
রেডিও কলোনি মডেল স্কুল এন্ড কলেজ
RCMSC Logo
RCMSC
আরসিএমসি এর প্রতীক
ঠিকানা
মানচিত্র
রেডিও কলোনি, সাভার, ঢাকা

,
স্থানাঙ্ক২৩°৫১′৩৫″ উত্তর ৯০°১৫′৫৩″ পূর্ব / ২৩.৮৫৯৬৩° উত্তর ৯০.২৬৪৭৪° পূর্ব / 23.85963; 90.26474
তথ্য
অন্য নামআরসিএমসি
ধরনবেসরকারি
নীতিবাক্যমানুষের মহত্ত্বের জন্য শিক্ষা
প্রতিষ্ঠাকাল১৯৮৯ (1989)
চেয়ারম্যানমিসেস খাদিজা বেগম
অধ্যক্ষএইচ এম শাহ আলম মিয়া[১]
শ্রেণি১-১২
ছেলে এবং মেয়ে
ভাষাবাংলা and ইংরেজি
ক্যাম্পাসপ্রায় ১২ একর
রং     সাদা,      আকাশি and      গাঢ় নীল
স্বীকৃতিমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা
Demonym-
ওয়েবসাইটrcms.edu.bd

ইতিহাস সম্পাদনা

বিদ্যালয়টি ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়। ২০২২ সালে এটি কলেজে উন্নীত হয়।[৩]

গঠন সম্পাদনা

স্কুলটি ক্লাস (গ্রেড) ১ থেকে ১২ পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি করে। এটিতে শিশু এবং নার্সারি শ্রেণিও রয়েছে। স্কুলটিতে দুটি শিফটে ক্লাস পরিচালিত হয়: সকাল এবং দিবা। প্রতিটি বিভাগে গড়ে ৬০-৮০ জন শিক্ষার্থী রয়েছে। প্রতিবছর উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি), মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং প্রাথমিক শিক্ষা সার্টিফিকেট (পিইসি) ৪০০ জনেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। যাদের প্রায় অর্ধেক বিজ্ঞান গ্রুপ থেকে এবং বাকিরা বাণিজ্য এবং মানবিক গ্রুপ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে।

পাঠক্রম বহির্ভূত কার্যক্রম সম্পাদনা

আরসিএমএসের ছাত্ররা খেলাধুলায় সক্রিয়। প্রতিবছর স্কুল কর্তৃপক্ষ কর্তৃক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হয়। স্প্রিন্ট (১০০ থেকে ৪০০ মিটার), লং জাম্প, এবং হাই জাম্পসহ বিভিন্ন খেলায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে থাকে।

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Personnel - Radio Colony Model School and College"www.dhakaeducationboard.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৭-০১-০১ 
  2. "List of Secondary Schools" (XLS)Ministry of Education। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১৭ 
  3. "Circular of giving permission to start 11th standard (College)" (PDF)Dhaka Education Board। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা