রূপা পাবলিকেশন্স
রূপা পাবলিকেশন্স নতুন দিল্লিতে অবস্থিত একটি ভারতীয় প্রকাশনা সংস্থা। কলকাতা, প্রয়াগরাজ, বেঙ্গালুরু, চেন্নাই, মুম্বাই, জয়পুর, হায়দ্রাবাদ এবং কাঠমান্ডুতে এর বিক্রয় কেন্দ্র রয়েছে।
মালিক প্রতিষ্ঠান | রূপা পাবলিকেশন্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড |
---|---|
অবস্থা | সক্রিয় |
প্রতিষ্ঠাকাল | ১৯৩৬ |
প্রতিষ্ঠাতা | ডা. মেহরা |
দেশ | ভারত |
সদরদপ্তর | দিল্লি |
পরিবেশন | কলকাতা, প্রয়াগরাজ, চেন্নাই, মুম্বাই, হায়দ্রাবাদ, জয়পুর, কাঠমান্ডু এবং বাইরের দেশ |
প্রধান ব্যক্তি | ডা. মেহরা, আর. কে. মেহরা এবং কপিশ মেহরা |
অধীনস্থ বাণিজ্যিক নাম | রেড টার্টল |
ওয়েবসাইট | www |
প্রতিষ্ঠা
সম্পাদনারূপা পাবলিকেশন্স ১৯৩৬ সালে কলকাতার কলেজ স্ট্রিটে ডা. মেহরা এবং আর. কে. মেহরা কর্তৃক প্রতিষ্ঠিত হয়।[১][২][৩] একজন বই পরিবেশক ও আমদানিকারক হিসেবে চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় কোম্পানির লোগো ডিজাইন করেন এবং তিনি তার কাজের ফি হিসেবে কিছু বই চান।[৩]
ব্যবসায়িক তথ্যাদি
সম্পাদনারূপা পাবলিকেশন্স চেতন ভগতের সব বই, মাই কান্ট্রি মাই লাইফ (লালকৃষ্ণ আদভানির আত্মজীবনী), রমেন্দ্র কুমার এবং রাস্কিন বন্ডের কিছু বই প্রকাশ করেছে এবং কৌন বনেগা ক্রোড়পতি - প্রাতিষ্ঠানিক বই,[৪] হিমানি ডালমিয়ার লাইফ ইজ পারফেক্ট[৫] এবং প্রণব মুখোপাধ্যায়ের আত্মজীবনীমূলক রাষ্ট্রপতির বছর বইও প্রকাশ করেছে।[৬] প্রকাশনা বিভাগের মতে, তাদের বার্ষিক উৎপাদন বর্তমানে প্রায় ১৫০-২০০ শিরোনামে দাঁড়িয়েছে।
২০১২ সালে, কোম্পানির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক কপিশ মেহরা[৭] পেঙ্গুইন বুকসের প্রাক্তন প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড দেবিদারের সাথে আলিফ বুক কোম্পানি চালু করেন; এটি চালু হওয়ার পরপরই, কোম্পানিটি পেঙ্গুইন বুকসের প্রাক্তন প্রকাশক রবি সিংকে প্রকাশনা বিভাগে নিয়োগ দেয়।[৮][৯]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "রূপার চেয়ারম্যান আর. কে. মেহরা প্রকাশনা শিল্পে বড় পরিবর্তন ও চ্যালেঞ্জে রয়েছে" (ইংরেজি ভাষায়)। আউটলুক। ২০১৮-০৮-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-১০-১৩।
- ↑ "টার্নওভার বেড়েছে; প্রতি বছর বইয়ের সংখ্যা কমছে: কপিশ মেহরা" (ইংরেজি ভাষায়)। লাইভমিন্ট। ২০১৫-০৯-১৯। ২০১৮-০৮-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-১০-১৩।
- ↑ ক খ "রূপা পাবলিকেশন্স" (ইংরেজি ভাষায়)। ২০১৫-০৯-১৯। ২০১১-০৯-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-১০-১০।
- ↑ "রূপা পাবলিকেশন্স" (ইংরেজি ভাষায়)। ২০১২-০৯-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০২-২৪।
- ↑ খান, নাবিলা (২০০৯-০১-২২)। "সিন্ধু উপত্যকার ইতিহাস: 'হোয়াইট টাইগার' বেস্টসেলার চার্টে শীর্ষে রয়েছে"। হিন্দুস্তান টাইমস (ইংরেজি ভাষায়)। ২০১৬-০২-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০২-০৫ – হাইবিম রিসার্চ-এর মাধ্যমে।
- ↑ "প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হিসেবে তার বছরগুলোর উপর বই প্রকাশ করবেন" (ইংরেজি ভাষায়)। টাইমস অব ইন্ডিয়া। ২০১৮-১০-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-১০-১০।
- ↑ "রূপা পাবলিকেশন্স: শুধু কপিশ মেহরার প্রপিতামহের কোম্পানি নয়" (ইংরেজি ভাষায়)। ফরবেশ ইন্ডিয়া। ২০১৬-০৩-০১। ২০১৮-০৫-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-১০-১৩।
- ↑ "তিনজন প্রকাশনাভিজ্ঞ ভারতে ইংরেজি কথাসাহিত্যে জোর দিচ্ছেন" (ইংরেজি ভাষায়)। জি নিউজ। ২০১২-০৪-১২। ২০১৪-০১-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১০-০৬।
- ↑ "আমরা আলিফকে প্রিমিয়াম প্রকাশনা ব্র্যান্ড করার লক্ষ্য হাতে নিয়েছি: ডেভিড দেবিদার" (ইংরেজি ভাষায়)। নিউজ১৮। ২০১২-০৪-১১। ২০১২-০৪-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা।