রুমা সদর ইউনিয়ন

বান্দরবান জেলার অন্তর্গত রুমা উপজেলার একটি ইউনিয়ন

রুমা সদর বাংলাদেশের বান্দরবান জেলার অন্তর্গত রুমা উপজেলার একটি ইউনিয়ন

রুমা সদর
ইউনিয়ন
২নং রুমা সদর ইউনিয়ন পরিষদ
রুমা সদর চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
রুমা সদর
রুমা সদর
রুমা সদর বাংলাদেশ-এ অবস্থিত
রুমা সদর
রুমা সদর
বাংলাদেশে রুমা সদর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°২′৫৮″ উত্তর ৯২°২৪′৫০″ পূর্ব / ২২.০৪৯৪৪° উত্তর ৯২.৪১৩৮৯° পূর্ব / 22.04944; 92.41389 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাবান্দরবান জেলা
উপজেলারুমা উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানশৈমং মার্মা
আয়তন
 • মোট১৩২.০৯ বর্গকিমি (৫১.০০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১২,৪১৭
 • জনঘনত্ব৯৪/বর্গকিমি (২৪০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৩৮.৮%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৬২০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আয়তন সম্পাদনা

রুমা সদর ইউনিয়নের আয়তন ৩২,৬৪০ একর (১৩২.০৯ বর্গ কিলোমিটার)।[১]

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী রুমা সদর ইউনিয়নের মোট জনসংখ্যা ১২,৪১৭ জন। এর মধ্যে পুরুষ ৬,৯৩৬ জন এবং মহিলা ৫,৪৮১ জন। মোট পরিবার ২,৬৬৭টি।[১]

অবস্থান ও সীমানা সম্পাদনা

রুমা উপজেলার মধ্যাংশে রুমা সদর ইউনিয়নের অবস্থান। রুমা উপজেলা সদর এ ইউনিয়নে অবস্থিত। এ ইউনিয়নের দক্ষিণে রেমাক্রীপ্রাংসা ইউনিয়নগ্যালেংগ্যা ইউনিয়ন, পশ্চিমে গ্যালেংগ্যা ইউনিয়নরোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়ন, উত্তরে পাইন্দু ইউনিয়ন এবং পূর্বে রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

রুমা সদর ইউনিয়ন রুমা উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রুমা থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ৩০০নং নির্বাচনী এলাকা পার্বত্য বান্দরবান এর অংশ।

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী রুমা সদর ইউনিয়নের সাক্ষরতার হার ৩৮.৮%।[১] এ ইউনিয়নে ১টি কলেজ, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ১৪টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

কলেজ[২]
মাধ্যমিক বিদ্যালয়[৩]
নিম্ন মাধ্যমিক বিদ্যালয়[৪]
  • রুমা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়
  • কংগোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • তমবিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • নাইতংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পলিকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ফুংআলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বগামুখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বাচারদেউপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বেথেলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মিনঝিরিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সানকুপপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সামাখালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সেংগুমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সোনাইসেকদুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

রুমা সদর ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল বান্দরবান-রুমা সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম চাঁদের গাড়ি।

খাল ও নদী সম্পাদনা

রুমা সদর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে সাঙ্গু নদী

হাট-বাজার সম্পাদনা

রুমা সদর ইউনিয়নের প্রধান হাট-বাজার হল রুমা বাজার।

জনপ্রতিনিধি সম্পাদনা

  • বর্তমান চেয়ারম্যান: শৈমং মার্মা[৫]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৯ 
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৮ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৮ 
  3. "মাধ্যমিক বিদ্যালয় - রুমা সদর ইউনিয়ন - রুমা সদর ইউনিয়ন"rumasadarup.bandarban.gov.bd। ১৮ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৮ 
  4. "নিম্ন মাধ্যমিক বিদ্যালয় - রুমা সদর ইউনিয়ন - রুমা সদর ইউনিয়ন"rumasadarup.bandarban.gov.bd। ১৮ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৮ 
  5. "শৈমং মার্মা - রুমা সদর ইউনিয়ন - রুমা সদর ইউনিয়ন"rumasadarup.bandarban.gov.bd। ১৮ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা