রীঁ শ্রী শ্রী করুণাময়ী কালীবাড়ি

বাংলাদেশের রংপুর শহরের হিন্দু মন্দির

রীঁ শ্রী শ্রী করুণাময়ী কালীবাড়ি হলো বাংলাদেশের রংপুর সদরের পায়রা চত্বরে ১২৯৮ বঙ্গাব্দে প্রতিষ্ঠিত একটি বিখ্যাত কালী মন্দির।

শ্রী শ্রী করুণাময়ী কালীবাড়ি
প্রধান ফটক
ধর্ম
অন্তর্ভুক্তিহিন্দুধর্ম
জেলারংপুর জেলা
ঈশ্বরমাতা কালী
উৎসবসমূহদুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, শিব রাত্রি, জন্মাষ্টমী
অবস্থান
অবস্থানপায়রা চত্বর
দেশবাংলাদেশ
স্থানাঙ্ক২৫°৪৫′০১″ উত্তর ৮৯°১৫′১৫″ পূর্ব / ২৫.৭৫০১৮৯৩° উত্তর ৮৯.২৫৪২১১১° পূর্ব / 25.7501893; 89.2542111
স্থাপত্য
প্রতিষ্ঠাতাগোবিন্দলাল রায় বাহাদুর
ভূপেন্দ্র নারায়ণ রায় চৌধুরী
প্রতিষ্ঠার তারিখ১২৯৮ বঙ্গাব্দ

ইতিহাস সম্পাদনা

১২৯৮ বঙ্গাব্দে তাজহাটের মহারাজা গোবিন্দলাল রায় বাহাদুর ও ভূপেন্দ্র নারায়ণ রায় চৌধুরী এই মন্দির তৈরি করেন। তিনি বিদেশ থেকে শ্বেত পাথরের মূর্তি এনে এই মন্দিরে স্থাপন করেন। কিন্তু সেসব কিছুই এখন নেই । ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী এই মন্দিরটি ভাঙচুর ও লুটপাট করে । দেশ স্বাধীন হওয়ার পর এই মন্দিরটিকে আবার তিলে তিলে গড়ে তোলা হয়। তবে বর্ত‌মানে মন্দিরের গা ঘেসে বাড়ি, দোকান, হোটেল ও বাজার গড়ে ওঠায়, মন্দিরের পরিসর ছোট হয়ে গেছে ।[১]

মন্দির সম্পাদনা

এই মন্দিরের প্রধান দেবী হলেন মা কালী। এছাড়াও এখানে ভোলানাথ, লক্ষ্মী-নারায়ণ , সিদ্ধিদাতা গণেশ,মহাবীর হনুমান, শনি ঠাকুর, শীতলা দেবী, দুর্গা দেবী, মনসা ,বাবা লোকনাথ, রাধাকৃষ্ণের ও মন্দির রয়েছেন। প্রতিবছর দূর্গা পূজার সময় এই জায়গাটি খুব চমকপ্রদভাবে সাজানো হয়। এখানে প্রতিদিন পূজা অনুষ্ঠিত হয় ও প্রচুর ভক্তের সমাগম ঘটে। হিন্দুরা প্রার্থনা এবং মানসিক শান্তির জন্য এই জায়গায় আসে।

পূজা ও উৎসব সম্পাদনা

এই মন্দিরে দূর্গা পূজা খুব ধুমধাম করে পালন করা হয়। রংপুরের বিখ্যাত দূর্গাপূজার মধ্যে একটি হল কালীবাড়ির দূর্গাপূজা। মন্দিরের দূর্গা পূজা দেখতে শুধু হিন্দুরাই নয় মুসলিমরাও আসে। এই মন্দিরে কালীপূজাও খুব বড় করে করা হয়। এছাড়া এখানে শিবরাত্রি , হনুমান জয়ন্তি, মনসা পুজা, শীতলা পুজা, বার পুজা, গনেশ চতুর্থী, লোকনাথ পূজা , দোল ,জন্মাষ্টমী পালন করা হয়। [২][৩][৪]

চিত্রসম্ভার সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "করুণাময়ী কালী মন্দির রংপুর। #korunamoyi-kali-mondir-Rangpur#Bangladesh vlog11"youtube 
  2. প্রতিবেদক, নিজস্ব। "লাগল যে দোল..."Prothomalo। ২০২১-০৭-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৫ 
  3. "রংপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১২৫তম তিরোধান দিবস পালন"দেশের খবর (ইংরেজি ভাষায়)। ২০১৫-০৬-০৪। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৫ 
  4. "রংপুরে মণ্ডপে মণ্ডপে চলছে পূজার প্রস্তুতি"banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৫