রিভাইভাল ফ্রম বিলো: দ্য দেওবন্দ মুভমেন্ট এন্ড গ্লোবাল ইসলাম

ব্র্যানন ডি. ইনগ্রামের বই

রিভাইভাল ফ্রম বিলো: দ্য দেওবন্দ মুভমেন্ট এন্ড গ্লোবাল ইসলাম (ইংরেজি: Revival from Below: The Deoband Movement and Global Islam) মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ব্র্যানন ডি. ইনগ্রামের দেওবন্দ আন্দোলন নিয়ে রচিত একটি গবেষণা গ্রন্থ। ২০১৮ সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় প্রেস থেকে বইটি প্রকাশিত হয়। এটি লেখকের পিএইচডি গবেষণার উপর ভিত্তি করে দেওবন্দ আন্দোলনের একটি পুঙ্খানুপুঙ্খভাবে গবেষণালব্ধ বিবরণ যাতে ঔপনিবেশিক ভারতে দেওবন্দ আন্দোলনের গঠনমূলক ইতিহাস, এর নেতৃস্থানীয় উলামা বিশেষত আশরাফ আলী থানভী, সুফিবাদের সাথে এর সম্পর্ক এবং এর বিশ্বব্যাপী সম্প্রসারণ আলোচিত হয়েছে।

রিভাইভাল ফ্রম বিলো: দ্য দেওবন্দ মুভমেন্ট এন্ড গ্লোবাল ইসলাম
লেখকব্র্যানন ডি. ইনগ্রাম
মূল শিরোনামRevival from Below: The Deoband Movement and Global Islam
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
বিষয়দেওবন্দ আন্দোলন
প্রকাশিত২০১৮
প্রকাশকক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় প্রেস
মিডিয়া ধরন
পৃষ্ঠাসংখ্যা৩২২
আইএসবিএন৯৭৮০৫২০২৯৮০০২
ওসিএলসি১০৭৭৭৫৪৯৭৪
ওয়েবসাইটucpress.edu

বিষয়বস্তু সম্পাদনা

বারবারা ডি. মেটকাল্ফ, মুহাম্মদ কাসিম জামান এবং অন্যান্যদের কাজের উপর ভিত্তি করে ইনগ্রামের বই অনেক তাজা এবং গুরুত্বপূর্ণ উপাদান ধারণ করে। বইটিতে জিজ্ঞাসা করা হয়েছে যে কীভাবে দেওবন্দের ঐতিহ্য তৈরি হয়েছে, সঞ্চারিত ও বিশ্বায়ন হয়েছে এবং প্রতিদ্বন্দ্বিতা করেছে। দেওবন্দিদের সুফি বিরোধী বলে যে ভুল ধারণার রয়েছে লেখক নিজেই একটি টেক্সচারড বিবরণ প্রদান করে ধারণাটি অপনোদনের চেষ্টা করেছেন। বইটিতে উর্দু উৎস সমূহের ব্যাপক ব্যবহার পরিলক্ষিত হয়। বইটির আরেকটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় দক্ষিণ আফ্রিকায় দেওবন্দ আন্দোলন। বইটির বিষয়বস্তু মোট ৭টি অধ্যায়ে বিন্যস্ত।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা