রাজামেহার ইউনিয়ন

কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার একটি ইউনিয়ন

রাজামেহার বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত দেবিদ্বার উপজেলার একটি ইউনিয়ন

রাজামেহার
ইউনিয়ন
১১নং রাজামেহার ইউনিয়ন পরিষদ
রাজামেহার চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
রাজামেহার
রাজামেহার
রাজামেহার বাংলাদেশ-এ অবস্থিত
রাজামেহার
রাজামেহার
বাংলাদেশে রাজামেহার ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৩২′৫২″ উত্তর ৯০°৫৬′১৬″ পূর্ব / ২৩.৫৪৭৭৮° উত্তর ৯০.৯৩৭৭৮° পূর্ব / 23.54778; 90.93778 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকুমিল্লা জেলা
উপজেলাদেবিদ্বার উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৫৩০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আয়তন সম্পাদনা

রাজামেহার ইউনিয়েনের আয়তন ৮.৮২বর্গ কি:মি:

জনসংখ্যা সম্পাদনা

রাজামেহার ইউনিয়েনের জনসংখ্যা প্রায় ২৪৬২৩ জন।

ইতিহাস সম্পাদনা

রাজামেহার ইউনিয়ন পূর্বে ১১নং রাজামেহার উত্তর ইউনিয়ন নামে পরিচিত ছিল।

অবস্থান ও সীমানা সম্পাদনা

দেবিদ্বার উপজেলার দক্ষিণ-পশ্চিমাংশে রাজামেহার ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তর-পূর্বে গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন, পূর্বে ধামতী ইউনিয়ন, দক্ষিণে ভানী ইউনিয়ন, পশ্চিমে মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নপাহাড়পুর ইউনিয়ন এবং উত্তরে মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

রাজামেহার ইউনিয়ন দেবিদ্বার উপজেলার আওতাধীন ১১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম দেবিদ্বার থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫২নং নির্বাচনী এলাকা কুমিল্লা-৪ এর অংশ।

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

রাজামেহার ইউনিয়নে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১০ টি। বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৩ টি। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ৩ টি। নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ২ টি। কলেজ ১ টি, মাদ্রাসা ৩ টি, মহিলা মাদ্রাসা ১ টি রয়েছে।

ইউনিয়নে

শিক্ষা হার সম্পাদনা

রাজামেহার ইউনিয়নের শিক্ষার হার ৭০(২০০১ সালের আদমশুমারী অনুযায়ী)


যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

উপজেলা সদরে সিএনজি / ইজি বাইকের মাধ্যমে যাওয়া যায়।

খাল ও নদী সম্পাদনা

হাট-বাজার সম্পাদনা

রাজামেহার ইউনিয়নে হাট/বাজারের সংখ্যা ৩ টি।

রাজামেহার গ্রামে সাপ্তাহিক রবিবার ও বুধবার হাট বসে।

চুলাশ গ্রামে সাপ্তাহিক শনিবার ও মঙ্গলবাট হাট বসে।

গ্রাম সমূহ সম্পাদনা

রাজামেহার ইউনিয়েনের গ্রাম সংখ্যা ১০ টি। এগুলো হলো রাজামেহার, চুলাশ, উখারী, বেতরা, মরিচা, গোবিন্দপুর, সৈয়দপুর, গাংটিয়ারা, গাংচর, চাটুলী

জনাব মো: জসিম উদদীন সরকার সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা