রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

রাজশাহী জেলার একটি মাধ্যমিক বিদ্যালয়

রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রাজশাহী কোর্ট অঞ্চলের হেলেনাবাদে মডেল স্কুল হিসাবে ১৯৬৭ সালে বাংলাদেশ সরকার স্থাপন করে।[] এটি হেলেনাবাদ গার্লস স্কুল নামেও স্থানীয়ভাবে পরিচিত।

রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর লোগো
অবস্থান
মানচিত্র
হেলেনাবাদ, রাজপাড়া, রাজশাহী

তথ্য
ধরনপ্রাথমিক, মাধ্যমিক
প্রতিষ্ঠাকাল১ জানুয়ারি ১৯৬৭ (1967-01-01)
বিদ্যালয় জেলারাজশাহী জেলা
ইআইআইএন১২৭০২৯ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
অধ্যক্ষইজাবেলা সাত্তার
অন্তর্ভুক্তি রাজশাহী শিক্ষা বোর্ড
ওয়েবসাইটrgghsh.edu.bd

ইতিহাস

সম্পাদনা

১৯৬৭ সালের ১ জানুয়ারী যশোরের অধিবাসী আলহাজ্জ এতিমন নেছা প্রধান শিক্ষিকা পদে যোগদান করেন। স্কুল প্রতিষ্ঠা লগ্নে তিনি হেলেনাবাদ সরকারি কলোনীতে বাস করতেন। ১৯৬৭ সালের ১৫ ফেব্রুয়ারি তারিখে মিসেস মমতাজ জাহান, অশ্বিনীকুমার শাহা ও হাসিনা রহমান সহকারী শিক্ষিকা হিসাবে যোগদান করেন। এই চার জনই ছিলেন প্রতিষ্ঠাতা শিক্ষক। মোঃ আশরাফ ও মুংলী (সাঁওতাল) নামের দুজন পিয়ন ছিলেন।[] ১৯৬৭ সালের মার্চে ৬ষ্ঠ হতে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুলটি যাত্রা শুরু করে। বিদ্যালয় নির্মাণ না হওয়ার কারণে প্রধান শিক্ষিকার বাসভবনে ক্লাস হতো। ১৯৬৮ সালে একাডেমিক ভবনে ক্লাশ শুরু হয়। ১৯৬৮ সালে নবম, ১৯৬৯ সালে দশম শ্রেণী খোলা হয় এবং ১৯৭০ সালে এই স্কুলের ছাত্রীরা প্রথম এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। ১৯৬৯ সালেই এ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার প্রথম কেন্দ্র হয়।[]

অবকাঠামো এবং প্রশাসন

সম্পাদনা

এইচ (H) প্যাটার্নের দু ব্লক বিশিষ্ট স্কুল ভবনটির জমির পরিমাণ ৬.৬৬ একর। স্কুল চত্বরে তিন তলা বিশিষ্ট ৪৮ আসনের একটি ছাত্রী হোস্টেল ও প্রধান শিক্ষকের একটি বাসভবন আছে। এক জন প্রধান শিক্ষকসহ মোট শিক্ষক সংখ্যা ২৬ জন।[] রাজপাড়া মহল্লায় অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এক সময় এই স্কুলের অধীনে ছিল।[]

আরো দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "বাংলাদেশ ব্যুরো অব এডুকেশনাল ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিসটিক্স (ব্যানবেইনস)"শিক্ষাসংশ্লিষ্ট তথ্য : রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ৪ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৬ 
  2. "শিক্ষা প্রতিষ্ঠান / City Portal of Rajshahi, Bangladesh"রাজশাহী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, হেলেনাবাদ। Rajshahi City Corporation। [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]