রাজশাহী কেন্দ্রীয় কারাগার

বাংলাদেশের কারাগার

রাজশাহী কেন্দ্রীয় কারাগার হলো বাংলাদেশের রাজশাহী বিভাগের একটি কারাগার। এটি রাজশাহী জেলার পদ্মা নদীর উত্তর তীরে অবস্থিত।[১]

রাজশাহী কেন্দ্রীয় কারাগার
কারাগার রূপরেখা
গঠিত১৮৪০ (1840)
যার এখতিয়ারভুক্তবন্দি রাখা, তাদের সংশোধন ও সুপ্রশিক্ষিত করে সভ্য মানুষ হিসেবে গড়ে তোলা
সদর দপ্তর
২৪°২১′৫৯″ উত্তর ৮৮°৩৫′০৪″ পূর্ব / ২৪.৩৬৬৪২৪° উত্তর ৮৮.৫৮৪৩৪০° পূর্ব / 24.366424; 88.584340
নীতিবাক্যরাখিব নিরাপদ, দেখাব আলোর পথ
কারাগার নির্বাহী
  • কারা উপ-মহাপরিদর্শক
মূল বিভাগস্বরাষ্ট্র মন্ত্রণালয়
ওয়েবসাইটprison.rajshahi.gov.bd
মানচিত্র

ইতিহাস সম্পাদনা

১৮৪০ সালে রাজশাহী কারাগার প্রতিষ্ঠিত হয়।[২][১] ১৯১৪ সালে তৎকালীন ব্রিটিশ আমলে এটিকে কেন্দ্রীয় কারাগার হিসেবে উন্নীত করা হয়।[৩] ১৯৫০ সালের ২৪ এপ্রিল কারাগারে নিম্নমানের খাবার প্রদান ও বন্দি নির্যাতনের প্রতিবাদে অনশন এবং আন্দোলন করার কারণে তৎকালীন জেলা পুলিশ কারাগারের খাপড়া ওয়ার্ডে গুলি চালায়।[৪] এতে কমিউনিস্ট পার্টির কয়েকজন সক্রিয় কর্মী নিহত হন। পরবর্তীতে ওয়ার্কাস পার্টি ও অন্যান্য বাম সংগঠনগুলো দিনটিকে স্মরণীয় করে রাখতে ২৪ এপ্রিল খাপড়া ওয়ার্ড দিবস পালন করে থাকে। [৪]

অবকাঠামো ও ধারণক্ষমতা সম্পাদনা

রাজশাহী কেন্দ্রীয় কারাগার ৫৪.৯৬১০ একর ভূমির ওপর প্রতিষ্ঠিত। এটির কারাবন্দি ধারণক্ষমতা ১৪৬০ জন,[২] তবে, হাজতি ও কয়েদি মিলিয়ে গড়ে প্রায় ৩৫০০ বন্দি এখানে অবস্থান করে।[৫] এই কারাগারে রয়েছে হাসপাতাল, মসজিদ ও কারা প্রশিক্ষণ একাডেমি। এছাড়াও, কারাবন্দিদের জন্য একাধিক কয়েদি ভবন এবং কারারক্ষী ও কর্মকর্তাদের জন্য পৃথক ভবন রয়েছে।[৩]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "এক নজরে রাজশাহী কেন্দ্রীয় কারাগার"prison.rajshahi.gov.bd। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২২ 
  2. "রাজশাহী কেন্দ্রীয় কারাগার"prison.portal.gov.bd। ২১ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২২ 
  3. "রাজশাহী কেন্দ্রীয় কারাগার"rajshahirkotha.webrajshahi.com। ২৯ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২২ 
  4. "রাজশাহীতে খাপড়া ওয়ার্ড দিবস পালিত"। দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২২ 
  5. "রাজশাহী কারাগারের আরও ১২৯ কয়েদি মুক্তির নির্দেশ"। বার্তা ২৪। ২৯ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২২