কুমিল্লা কেন্দ্রীয় কারাগার

বাংলাদেশের কারাগার

কুমিল্লা কেন্দ্রীয় কারাগার হলো বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলায় অবস্থিত একটি কারাগার। আয়তনের দিক দিয়ে এটি চট্টগ্রাম বিভাগের বৃহত্তম ও সর্বপ্রাচীন এবং প্রথম কারাগার।[১]

কুমিল্লা কেন্দ্রীয় কারাগার
কারাগার রূপরেখা
গঠিত১৭৯২ (1792)
অধিক্ষেত্রবন্দি রাখা, তাদের সংশোধন ও সুপ্রশিক্ষিত করে সভ্য মানুষ হিসেবে গড়ে তোলা
সদর দপ্তর
২৩°২৮′১০″ উত্তর ৯১°১০′৩২″ পূর্ব / ২৩.৪৬৯৪৬৮° উত্তর ৯১.১৭৫৫০০° পূর্ব / 23.469468; 91.175500
নীতিবাক্যরাখিব নিরাপদ, দেখাব আলোর পথ
কারাগার নির্বাহী
  • কারা উপ-মহাপরিদর্শক
মূল সংস্থাস্বরাষ্ট্র মন্ত্রণালয়
ওয়েবসাইটprison.comilla.gov.bd
মানচিত্র

ইতিহাসসম্পাদনা

কুমিল্লা জেলা কারাগার হিসেবে এটি ১৭৯২ সালে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৬২ সালে এটিকে কেন্দ্রীয় কারাগার হিসেবে উন্নীত করা হয়।[১]

অবকাঠামো ও ধারণক্ষমতাসম্পাদনা

কুমিল্লা কেন্দ্রীয় কারাগার ৬৮ একর ভূমির ওপর প্রতিষ্ঠিত। এর মধ্যে পেরিমিটারের ভেতর ৩৬ একর এবং বাইরে ৩২ একর অবস্থিত।[১] কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের বন্দি ধারণক্ষমতা ১৭৪২ জন হলেও গড়ে ৩ হাজারেরও অধিক কারাবন্দি অবস্থান করেন। [২] [৩] কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে ৭৫ শয্যাবিশিষ্ট একটি হাসপাতালও রয়েছে।

আরও দেখুনসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. "চট্টগ্রাম বিভাগীয় কারাগার"। prison.portal.gov.bd। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২২ 
  2. "খুঁড়িয়ে চলছে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার"। দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২২ 
  3. "ধারণা পাল্টে দিচ্ছে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার"। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২২